Tuesday, April 16, 2024
spot_img
spot_img
Homeদেশবিশেষ নৈশভোজের আয়োজন, শুক্রবার রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

বিশেষ নৈশভোজের আয়োজন, শুক্রবার রামনাথ কোবিন্দকে বিদায় জানাবেন প্রধানমন্ত্রী

পিসি নিউজ বাংলা : বিদায়ী রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দকে শুক্রবার বিদায় জানানোর পালা। তাই ২২ জুলাই, বিকেল ৫:৩০ টায় নয়াদিল্লির হোটেল অশোকায় নৈশভোজের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বর্তমান রাষ্ট্রপতির ভারতের শীর্ষ সাংবিধানিক পদে মেয়াদ শেষ হতে চলেছে ২৪ জুলাই। ২৫ জুলাই শপথ নেবেন তাঁর উত্তরসূরি।

রাম নাথ কোবিন্দ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হিসাবে ২০১৭ সালের ২৫ জুলাই শপথগ্রহণ করেন৷ উত্তর প্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ১৯৯৪ সালে রাজনীতিতে প্রথম পা রাখেন। ২০১৫-২০১৭ সালে বিহারের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেন কোবিন্দ। প্রায় ১৬ বছর দিল্লি হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে অনুশীলন করেছেন রামনাথ কোবিন্দ।

অন্যদিকে, দ্রৌপদি মুর্মু সাংসদদের ব্যাপক সমর্থন পেয়ে ভারতের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হন। দ্রৌপদি মুর্মুই হলেন ভারতের প্রথম আদিবাসী এবং দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি। ভারতের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ১৮ জুলাই সংসদ এবং সংশ্লিষ্ট রাজ্য বিধানসভাগুলিতে ভোটগ্রহণ হয়েছিল। ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার সকাল ১১ টায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments