P C News Bangla : করোনা সামলাতে গিয়ে নজিরবিহীন সংকটে কলকাতা মেডিক্যাল কলেজ। এক সঙ্গে কোভিডে আক্রান্ত ৩৮ জন চিকিৎসক। পরিষেবা সচল রাখতে চিকিৎসক চেয়ে স্বাস্থ্যভবনে দরবার করল কর্তৃপক্ষ।
বিপর্যয়ের মুখে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। এক ধাক্কায় করোনার কবলে ৩৮ জন চিকিৎসক। তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক। করোনা ও অন্যান্য বিভাগের রোগীদের চিকিৎসা করছিলেন তাঁরা। এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। একসঙ্গে ৩৮ জন কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে পরিষেবা। এর পাশাপাশি কর্তৃপক্ষের আশঙ্কা, আরও কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন। কারণ, আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁরা। সে কারণে স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
চিকিৎসক বাড়ন্ত। এমতাবস্থায় কলকাতা মেডিকেল কলেজের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায় চিঠিতে লিখেছেন,”পরিষেবা নিরবচ্ছিন্ন রাখতে এখনই দরকার চিকিৎসক। শীঘ্রই চিকিৎসকদের পাঠানো হোক।” স্বাস্থ্য ভবনের এক কর্তা চিঠিপ্রাপ্তির কথা স্বীকার করে জানিয়েছেন, ডাক্তার পাঠানোর বন্দোবস্ত করা হচ্ছে।