Saturday, June 15, 2024
spot_img
spot_img
Homeখবরলকডাউনে ট্রেন চলার দ্বিতীয় দিনে ঘটে গেল দূর্ঘটনা, ভির সামলাতে না পেরে...

লকডাউনে ট্রেন চলার দ্বিতীয় দিনে ঘটে গেল দূর্ঘটনা, ভির সামলাতে না পেরে পরে গেলেন এক বৃদ্ধ৷

নিজস্ব প্রতিবেদন: ভিড়ের চাপে ট্রেন থেকে পড়ে গেলেন যাত্রী। বারুইপুর প্ল্যাটফর্মে নামার সময় দুর্ঘটনা। জানা গিয়েছে অতিরিক্ত ভিড়ে টাল সামলাতে না পেরে আপ লক্ষ্মীকান্তপুর লোকাল থেকে পড়ে যান অবসরপ্রাপ্ত শিক্ষক শশধর নস্কর। এদিন তাঁর সঙ্গে ছিলেন বৃদ্ধা স্ত্রী। জানা গিয়েছে বৃদ্ধ দক্ষিণ বারাসতের বাসিন্দা। তাঁকে হাসপাতালে পাঠিয়েছে বারুইপুর জিআরপি। আপাতত তাঁর চিকিৎসা চলছে। 

ছুটছে সবাই। সবার তাড়া। কোভিড বিধির থোড়াই কেয়ার। শিয়ালদা স্টেশনের সকাল আটটার ছবি অবধারিতভাবে একটা প্রশ্ন তুলে দিল, ট্রেনের সংখ্যা বাড়ালেও সোশ্যাল ডিস্ট্যান্সিং না মানার প্রবণতা রোখা যাবে কি? ফিরেছে বাদুর ঝোলা ভিড়ের পুরনো ছবি।

যখন বার বার ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি উঠছে, তখন মাথাচাড়া দিচ্ছে অন্য একটা প্রশ্নও। কোভিড প্রোটোকল মানায় আমরা নিজেরাও সচেতন তো?একদিনেই বদলে গিয়েছে ছবিটা। গতকাল শিয়ালদায় টিকিট কাউন্টারের সামনে লম্বা লাইন ছিল। কার্যত একজনের ঘাড়ের ওপর উঠে পড়ছিলেন অন্যজন। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে টিকিট কাউন্টারের সংখ্যা বাড়াতেই ভিড় উধাও। তবে স্টেশনে স্টেশনে ভিড়ের পরিস্থিতি ভাবাচ্ছে। করোনাবিধি লাটে উঠেছে সেকথা বলার অপেক্ষা রাখে না। পরবর্তীতে কী হবে, এখন সেটাই দেখার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments