Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeকলকাতাপাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর

পাভলভ হাসপাতালের সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর

পিসি নিউজ বাংলা : পাভলভ হাসপাতালের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগে সুপারকে শোকজ করল স্বাস্থ্য দফতর। গত এপ্রিল ও মে মাসে দু’দফায় পাভলভ হাসপাতাল পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়া হয় স্বাস্থ্য দফতরে। সেই রিপোর্টে একাধিক গুরুতর অভিযোগ তোলে পরিদর্শনকারী দল। ওই রিপোর্টের ওপর ভিত্তি করে পাভলভ হাসপাতালের সুপার গণেশ প্রসাদকে শোকজ করেছে স্বাস্থ্য দফতর।

রিপোর্টে অভিযোগ, রাজ্যের প্রথম সারির মানসিক চিকিৎসার হাসপাতাল পাভলভে মহিলা আবসিকদের দুটি ঘরে ১৩ জনকে রাখা হয়েছে। ঘরটি কোনও মানুষ থাকার পক্ষে একেবারে উপযোগী নয়। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ঘরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নোংরা, ভাঙা লোহা ও ধাতব বস্তু। শুধু তাই নয়, রোগীদেরও সঠিকভাবে চিকিৎসা করা হয় না। ফলে একাধিক আবাসিকের দেহে রয়েছে ঘা ও ক্ষতচিহ্ন। হাসপাতালের সুপার ও নার্সরা আবাসিকদের দুরবস্থার দিকে নজর দেন না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এমনকী, মানসিক ভারসাম্যহীন আবাসিকদের যে খাবার দেওয়া হয় তার গুণমাণ অত্যন্ত নিম্নমানের বলেও অভিযোগ।
রিপোর্টে আরও বলা হয়েছে, এই হাসপাতালে রোগীদের জন্য নেই ডায়েট চার্ট। ডায়েট কমিটিরও কোনও অস্তিত্ব নেই। চিকিৎসকদের কাজেরও কোনও পরিবেশ নেই। হাসপাতালের বহির্বিভাগ ও অন্তর্বিভাগে রাউন্ডে আসেন না সুপার, ডেপুটি সুপার, নার্সিং ইনচার্জ ফেসিলিটি ম্যানেজার। ইন্টার্নদের নিয়ে কাজ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments