Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গSukanyaa Mandal আজই হাই কোর্টে হাজিরার নির্দেশ অনুব্রত-কন্যাকে, কী পরিণতি হতে চলেছে...

Sukanyaa Mandal আজই হাই কোর্টে হাজিরার নির্দেশ অনুব্রত-কন্যাকে, কী পরিণতি হতে চলেছে সুকন্যা?

পিসি নিউজ বাংলা:- বীরভূম তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার পর থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ব়্যাডারে রয়েছেন সুকন্যা মণ্ডলও (Sukanyaa Mandal)৷ আজ, বৃহস্পতিবার তাঁকে হাই কোর্টে হাজিরার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্কুলে বেআইনি নিয়োগের জেরে কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরি খোয়াতে হয়েছে প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতাকে। এবার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে নাম জড়াল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের। কালীকাপুর প্রাথমিক স্কুলের শিক্ষিকা সুকন্যা। একদিকে গরু পাচারের অভিযোগে আপাতত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়ে হেফাজতে রয়েছেন অনুব্রত। আর ঠিক এই সময় মেয়ে সুকন্যা মণ্ডলের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষিকার চাকরিতে অনিয়মের অভিযোগ। একইসঙ্গে অনুব্রত মণ্ডলের আত্মীয়দের প্রাথমিকে চাকরি পাওয়ার বিষয়ে যাবতীয় নথি চাইলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। অভিযোগ, মোট ছয়জনকে চাকরি দেওয়া হয়েছে, কিন্তু তাঁরা কেউই টেট উত্তীর্ণ নয়।

সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় কলকাতার দিকে গাড়িতে রওনা হয়েছেন অনুব্রত-কন্যা। প্রশ্ন উঠছে, তবে কি বৃহস্পতিবার হাইকোর্টে হাজিরা দেবেন সুকন্যা? প্রসঙ্গত উল্লেখ্য, বুধবার বিস্ফোরক অভিযোগ ওঠে কলকাতা হাইকোর্টে। আইনজীবী ফিরদৌস শামিমের করা অভিযোগের ভিত্তিতে আদালতে উঠে আসে সুকন্যা-সহ ছ’টি নাম। এই ছ’জনকেই আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি। তালিকায় রয়েছে কেষ্ট-কন্যা সুকন্যা মণ্ডল, তাঁর পার্সোনাল অ্যাসিস্টেন্ট অর্ক দত্ত, অনুব্রত ভাই সুমিত মণ্ডল এবং অনুব্রতর ভাইপো সাত্যকি মণ্ডলও। এ ছাড়া তালিকায় রয়েছে সুজিত বাগদি ও কস্তুরি চৌধুরী নামে ঘনিষ্ঠ দু’জনের নামও। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে কি হতে চলেছে সুকন্যার পরিণতি? আদালতের নির্দেশে চাকরি যায় পরেশ কন্যা অঙ্কিতার। সুকন্যারও কি একই পরিণতি হতে চলেছে?

Sukanyaa Mandal আজই হাই কোর্টে হাজিরার নির্দেশ অনুব্রত-কন্যাকে, কী পরিণতি হতে চলেছে সুকন্যা?

MORE NEWS – প্রভাবশালীদের ‘ঋণ’! সিবিআইয়ের নজর অনুব্রত কন্যার সংস্থার ব্যালেন্স শিটে।

গরু পাচার-কাণ্ডে ইতিমধ্যে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে গরু পাচার তদন্তে নেমে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এমনটাই দাবি। তদন্তকারীদের র‍্যাডারে অনুব্রত মন্ডলের মেয়ের (Sukanya Mandal) সম্পত্তিও। অনুব্রত মণ্ডলের একাধিক সম্পত্তির হদিস পেতে গিয়ে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের (Sukanya Mandal) নামে থাকা দু’টি কোম্পানির একাধিক নথিপত্র পাওয়া গিয়েছে। এমনটাই দাবি তদন্তকারী আধিকারিকদের। সেই নথির মধ্যে সংস্থা গুলির ব্যালেন্স শিট পাওয়া গিয়েছে৷ CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments