Saturday, April 20, 2024
spot_img
spot_img
HomeখবরStack King Rakesh Jhunjhunwala প্রয়াত হলেন 'স্টক কিং', বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।

Stack King Rakesh Jhunjhunwala প্রয়াত হলেন ‘স্টক কিং’, বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।

পিসি নিউজ বাংলা:- না ফেরার দেশে পাড়ি দিলেন বিখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা (Stack King Rakesh Jhunjhunwala)। রবিবার সকালে মৃত্যু হয় তাঁর। কয়েকদিন আগেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। ২-৩ সপ্তাহ আগে হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এদিন সকাল ৬.৪৫ মিনিটে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে তাঁকে চিকিৎসার জন্য আনা হয়। কিন্তু পথেই মৃত্যু ঘটে তাঁর। রাকেশ ঝুনঝুনওয়ালা সম্প্রতি আকাশ এয়ারের মাধ্যমে বিমান শিল্পে প্রবেশ করেছিলেন। গত ৭ অগাস্ট প্রথম বিমান উড়ান দেয়। একজন বিখ্যাত বিনিয়োগকারী ছাড়াও, অ্যাপটেক লিমিটেড এবং হাঙ্গামা ডিজিটাল মিডিয়া এন্টারটেইনমেন্ট প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ছিলেন তিনি। একাধারে বেশ কয়েকটি ভারতীয় সংস্থার পরিচালকও ছিলেন। এর পাশাপাশি ভারতের ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইটেড নেশনস-এর উপদেষ্টার পদও সামলেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা।

১৯৬০ সালের ৫ জুলাই মধ্যবিত্ত পরিবারে জন্ম নেন রাকেশ ঝুনঝুনওয়ালা। ১৯৮৫ সালে মাত্র ৫,০০০ টাকা নিয়ে প্রথম শেয়ার বাজারে প্রবেশ করেন তিনি। তখন কলেজ ছাত্র ছিলেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ফোর্বস জানিয়েছে রাকেশ ঝুনঝুনওয়ালার মোট সম্পত্তি প্রায় ৫.৫ বিলিয়ন মার্কিন ডলার। তাঁর একের পর এক শেয়ার কার্যত ঝড় তুলেছিল। তিনি জানিয়েছিলেন, বাবার কথা শুনেই শেয়ারবাজারে আগ্রহ তৈরি হয়েছিল তাঁর। ১৯৮৬ সালে টাটা টি শেয়ার কিনে প্রথম বড় মুনাফা অর্জন করেন তিনি। মাত্র ৪৩ টাকায় টাটা টি-এর ৫,০০০ টি শেয়ার কিনেছিলেন রাকেশ এবং পরে সেই স্টকটি তিন মাসের মধ্যে ১৪৩ টাকায় ওঠে। পরের তিন বছরে ২০-২৫ লক্ষ টাকা আয় করেন তিনি। আজ তাঁর মোট সম্পদ প্রায় ৪০ হাজার কোটি টাকা।

Stack King Rakesh Jhunjhunwala প্রয়াত হলেন ‘স্টক কিং’, বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।

Weather Update বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, দুই বঙ্গেই ভারী বৃষ্টির সম্ভাবনা।

এই সাফল্যের কারণে ঝুনঝুনওয়ালাকে ভারতীয় স্টক মার্কেটের বিগ বুল। এমনকী তাঁকে ভারতের ওয়ারেন বাফেটও বলা হয়। যখন সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার বাজারে অর্থ হারাচ্ছেন, তখনও ঝুনঝুনওয়ালা উপার্জন করতে সক্ষম হন। তাঁর মৃত্যুর খবরে হতবাক সকলেই। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্যুইট তিনি লিখেছেন, “রাকেশ ঝুনঝুনওয়ালা ছিলেন জীবনীশক্তি, বুদ্ধিমত্তা এবং অন্তর্দৃষ্টিপূর্ণ মানুষ। আর্থিক জগতে অদম্য অবদান রেখে গিয়েছেন তিনি।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments