Saturday, April 20, 2024
spot_img
spot_img
HomeখবরSS Human Rights Foundation এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায়...

SS Human Rights Foundation এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বাঁকুড়ায়।

Pc News Bangla:- এক বিন্দু রক্ত বাঁচাতে পারে একটি প্রাণ, সেই কথা মাথায় রেখে রক্ত সংকট মেটাতে, প্রত্যেক বছরের ন্যায় এ বছরেও এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের (SS Human Rights Foundation) বাঁকুড়া জেলা সভাপতি রাজীব সিটের উদ্যোগে এবং সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া সঙ্গীতা চক্রবর্তী মহাশয়ার সহযোগিতায় এক বিরাট রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল,

এই রক্তদান শিবিরে ৬০ জনের উপরে সহৃদয়শীল ব্যক্তি স্বেচ্ছায় রক্ত দান করেন, এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী মাননীয়া সঙ্গীত চক্রবর্তী মহাশয়া এবং টিএমসি নেত্রী সায়ন্তিকা ব্যানার্জি মহাশয়া সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগণ।

SS Human Rights Foundation এস এস হিউম্যান রাইটস ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো বাঁকুড়ায়।

National Flag On Pratap Chunari জাতীয় পতাকার অবমাননা হলেই নেয়া হবে কঠোর ব্যবস্থা, প্রতাপ চুনারী।

CBI সিবিআইয়ের কাছে চাইলেন মুড়ি, মেয়ের সঙ্গে ফোনে কথোপকথনে কান্নায় ভেঙে পড়েন দু’জনেই।

MORE NEWS – এবার চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়কের বাড়িতে সিবিআই হানা।

এবার চিটফান্ড কাণ্ডে (Chit fund case) নাম জড়াল বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর। রবিবার সকালে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। চিটফান্ড মামলায় বীজপুরের বিধায়কের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই তল্লাশি অভিযান বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন কলকাতার তিনটি জায়গায় এবং হালিশহরের চারটি জায়গায় হানা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বীজপুর বিধানসভার ছয় জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। CONTINUE READING

MORE NEWS – দুর্গাপুজোর আগে প্রশাসনের কাছে রাস্তা উন্নয়নের আবেদন রামনবমীতলা পুজো কমিটি ও স্থানীয় বাসিন্দাদের।

‘এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হওয়ার পরে’। হ্যাঁ, শরৎকাল আসলেই আর বলে দিতে হয় না যে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার সময়। অবশ্য দূর্গা পুজোতে শুধু বাঙালি নয় অন্যান্য ধর্মের মানুষেরাও এই উৎসবকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন। ঠিক যেমন হয় তিন নম্বর রায়পুর অঞ্চলের অন্তর্গত বাঘাছাড়া গ্রামের রামনবমীতলায় (Ramnabomi Puja Committee)। এই গ্রামে মূলত আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায় মানুষের বসবাস। কিন্তু ধর্মীয় ভেদাভেদ এখনও পর্যন্ত ছুঁতে পারেনি এই গ্রামকে। CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments