P C News Bangla :- প্রয়াত বাংলা অভিনয় জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ কলকাতার বেলভিউ ক্লিনিক হাসপাতালে দুপুর ১২টা ১৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। গত ২ দিন ধরে চিকিৎসায় তেমন সাড়া মিলছিলো না। ৪০ দিন ধরে নিউরোলজি, নেফ্রোলজি, কার্ডিয়োলজি, ক্রিটিকাল কেয়ার মেডিসিন, আইডি বিশেষজ্ঞ-সহ বিভিন্ন বিশেষজ্ঞদের একটি দল তাঁর চিকিৎসায় যুক্ত ছিলেন।
তাঁর কর্মজীবন আকাশবাণীতে শুরু ঘোষক হিসেবে। পরে বাচিক শিল্পী হিসেবেও তিনি ছাপ রাখেন। প্রায় সাত দশকের দীর্ঘ ফিল্ম-কেরিয়ার এই অভিনয় ব্যক্তিত্বের। ১৯৫৯ সালে সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ দিয়ে সিনেমায় অভিনয় শুরু সৌমিত্রবাবুর। সত্যজিৎ রায় ছাড়াও কাজ করেছেন মৃণাল সেন, তপন সিংহ, অজয় করের সঙ্গেও।নাট্যশিল্পী হিসেবেও তিনি বিশিষ্ট। ২০০৪ সালে পেয়েছিলেন পদ্মভূষণ। পেয়েছিলেন ফ্রান্সের সর্ব্বোচ্চ নাগরিক সম্মান।