Saturday, September 14, 2024
spot_img
spot_img
Homeকলকাতাদূর্গাপূজার থিমে নিজেকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত সোনু সুদ, দেখুন কি বললেন...

দূর্গাপূজার থিমে নিজেকে দেখতে পেয়ে আবেগে আপ্লুত সোনু সুদ, দেখুন কি বললেন বাস্তবের নায়ক৷

P C News Bangla:- লকডাউনে ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ীদের নিজের ঘরে ফেরাতে বাস, গাড়ি এমনকি বিমানের ব্যবস্থা করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সোনু সুদ। তাঁর এই মানবিক দিকটিই এবার পুজোর থিম করেছে কেষ্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ। আর সেই কথা জানতে পেরে উচ্ছ্বসিত স্বয়ং অভিনেতা। ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে কেস্টপুর প্রফুল্লকানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের পুজো উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। বললেন, ‘খবরটা পেয়ে দারুণ লাগল। শিল্পীকে অনেক ধন্যবাদ। কলকাতা গেলে মিষ্টি দই আর রসগোল্লা খাবই। আর আপনাদের ক্লাবে গিয়ে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়ে আসব। আমাকে আপনারা এত ভালবাসা দিয়েছেন দেখে খুব আনন্দ হল। সবাইকে শারদীয়ার শুভেচ্ছা’।

ভিডিও দেখতে ক্লিক করুন

ভিআইপি রোডের ধারে কেস্টপুরের এই ক্লাব প্রতিবছরই নানান থিম করে চমক দেয়। এবার তাঁদের থিম ‘আঁধার থেকে আলোর সন্ধানে’। সেখানে ফুটে উঠেছে লকডাউনে আটকে পড়া পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে পড়ুয়া, পর্যটক ও রোগীর আত্মীয়স্বজনদের হাহাকারের চিত্র। আবার তাদেরই মসিহা হয়েই আবির্ভূত হয়েছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তাঁকেই সম্মান জানাতে মূর্তির সাহায্যে ফুটিয়ে তোলা হয়েছে কিভাবে তিনি নিজে দাঁড়িয়ে থেকে বাস বা গাড়ির ব্যবস্থা করছেন। পরিযায়ীদের মধ্যে খাবারের ব্যবস্থা করছেন, মাস্ক ও স্যানিটাইজার বিলি করছেন। সেই খবর সংবাদ মাধ্যমের সাহায্যেই পৌঁছে যায় সোনুর কাছে। এরপরই তিনি ফেসবুকে ভিডিও বার্তা দিলেন। আর স্বয়ং সোনুর কাছ থেকে দুর্গাপুজোর শুভেচ্ছা পেয়ে খুশিতে ডগমগ আয়োজকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments