Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরপুজোর ছুটি বাতিল! কাজ করতে হবে জরুরি বিভাগের কর্মীদের জানালো নবান্ন৷

পুজোর ছুটি বাতিল! কাজ করতে হবে জরুরি বিভাগের কর্মীদের জানালো নবান্ন৷

P C News Desk: পুজোর মুখে একগুচ্ছ ঘোষণা রাজ্য় সরকারের। কোভিড টেস্টের খরচ বেঁধে দেওয়ার পাশাপাশি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্সের রেটও একটা নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখার প্রস্তাব দিল রাজ্য। বেসরকারি ক্ষেত্রে অ্যাম্বুল্যান্সের ভাড়া যাতে সাধ্যের মধ্যে থাকে তারই পরামর্শ দেওয়া হয়েছে। 

মারণ ব্যাধি নিয়ে গত কয়েক মাস ধরে উদ্বেগে মানুষ। উত্‍সবের দিনগুলো সেই উদ্বেগ কিছুটা কমাতেই উদ্যোগী রাজ্য সরকার। কোভিড চিকিত্‍সার জন্য আরও ২৪৭৫ নার্স নিয়োগ। এই পরিস্থিতিতে পুজোর সময় জরুরি এবং কোভিড পরিষেবার সঙ্গে যুক্ত সরকারি কর্মী ও আধিকারিকদের ছুটি বাতিল করা হয়েছে। জানানো হয়েছে, পুজোর সময় নবান্নে কন্ট্রোল রুম ২৪ ঘণ্টা খোলা থাকবে। স্বাস্থ্যভবনও খোলা থাকবে। উল্লেখ্য, সিঙ্গল চেম্বার চিকিত্‍সকদের কাজে সুবিধার জন্য তাঁদের ক্লিনিক্যাল এসট্যাবলিশমেন্ট অ্যাক্টের খুঁটিনাটি নিয়ন্ত্রণের বাইরে রাখা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments