Friday, April 19, 2024
spot_img
spot_img
Homeখবরফোনে OTP তারপর গ্যাস, এবার নতুন নিয়ম চালু হচ্ছে LPG গ্যাসে৷

ফোনে OTP তারপর গ্যাস, এবার নতুন নিয়ম চালু হচ্ছে LPG গ্যাসে৷

P C News Bangla :- আপনার পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের হোম ডেলিভারি পদ্ধতি আগামী মাস থেকে পরিবর্তিত হবে। ১ নভেম্বর থেকে আপনার বাড়ির দোরগোড়ায় আপনার গ্যাস সিলিন্ডারটি সরবরাহ করতে আপনার এককালীন পাসওয়ার্ড (ওটিপি) লাগবে। তেল সংস্থাগুলি চুরি রোধ করতে এবং সঠিক গ্রাহককে সনাক্ত করতে ডেলিভারি অথেনটিকেশন কোড (ড্যাক) নতুন সিস্টেমটি প্রয়োগ করছে।

ডেলিভারি অথেন্টিকেশন কোড (DAC) প্রথমে ১০০ টি স্মার্ট সিটিতে প্রয়োগ করা হবে। ইতিমধ্যে রাজস্থানের জয়পুরে এটি পাইলট প্রকল্প হিসেবে চালু হবে।

এই পদ্ধতির অধীনে, কেবল সিলিন্ডারের জন্য বুকিং দিয়ে বিতরণ সম্পন্ন হবে না। গ্রাহকের নিবন্ধিত মোবাইল নম্বরটিতে একটি কোড পাঠানো হবে। ডেলিভারি ব্যক্তির কাছে কোড দেখালেই সিলিন্ডার পৌছাবে।

এই সিস্টেমটি প্রয়োগের পর গ্রাহকদের বিশদ বিবরণ, ঠিকানা এবং তাদের মোবাইল নম্বর নথিভুক্ত করতে হবে। ভুল তথ্য থাকলে তাদের গ্যাস সিলিন্ডার সরবরাহ বন্ধ হয়ে যাবে।

এই পদ্ধতি বাণিজ্যিক সিলিন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments