Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeকলকাতারাজ্যের সমস্ত পুজো মন্ডপেই NO ENTRY ZONE, রায় কলকাতা হাইকোর্টের৷

রাজ্যের সমস্ত পুজো মন্ডপেই NO ENTRY ZONE, রায় কলকাতা হাইকোর্টের৷

কোভিড পরিস্থিতির প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট রাজ্যের সমস্ত পুজো মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করেছে। প্রতিটি পুজো মণ্ডপকেই কনটেইনমেন্ট জোন বলে গণ্য করতে হবে বলে হাইকোর্ট নির্দেশ দিয়েছে। রাজ্যের দুর্গাপুজো নিয়ে করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে আদালত এদিন জানিয়েছে, কোনও পুজো মণ্ডপেই দর্শনার্থী প্রবেশ করবেন না। ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার ও বড় মণ্ডপের ক্ষেত্রে ১০ মিটার দূর থেকে ব্যারিকেড করে দেওয়া হবে।এই দূরত্বের মধ্যে নির্ধারিত সংখ্যায় পুজো উদ্যোক্তারা ছাড়াকেউ প্রবেশ করতে পারবেন না।সেখানে ‘নো এন্ট্রি’ বোর্ড লাগাতে হবে।

বড় মণ্ডপে ২৫ ও ছোট মণ্ডপে ১৫জন উদ্যোক্তাদের নামের তালিকা তৈরি করা হবে যারা মণ্ডপে প্রবেশ করবেন। হাইকোর্টের নির্দেশ কতটা মানা হল, কতটা পুলিশ তার কাজ সঠিকভাবে করতে পারল, সে ব্যাপারে রাজ্য পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনারকে হলফনামা দিয়ে জানাতে হবে হাইকোর্টকে। আগামী ৫ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments