P C News Bangla:- বিশিষ্ট অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের অবস্থা সংকটজনক বলে জানতে পারে গিয়েছে।গতকাল বিকেলের পর রাতেও তাঁর জ্বর আসে বলে জানা যায়।আজ সকালেও তাঁর জ্বর আছে বলে বেলভিউ হাস্পাতালের CEO প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন। গতকাল প্রথম দফার প্লাজমাফেরাসিস মোটামুটি নির্বিঘ্নেই হয়েছে। রক্তচাপ কিছুটা কমে গেলেও পরে তা ঠিক করা গেছে।কোন রক্তক্ষরন হয়নি।

জ্বর আসার পর সিটি স্ক্যানও করতে হয়,কিন্তু কোন অস্বাভাবিকতা ধরা পরেনি।প্লাজমাথেরাপি করতে গিয়ে একাধিক রক্ত দেবার জন্যই সম্ভবত জ্বর আসে বলে চিকিৎসকদের অনুমান। এবার থেকে তাঁর একদিন অন্তর প্লাজমা থেরাপি ও ডায়ালিসিস করা হবে বলে ডাক্তার কর জানান।