প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রাজস্থানের জয়সালমীরের লাঙ্গেওয়ালে আজ সেনা বাহিনীর সঙ্গে দীপাবলি উদযাপন করেন বলে জানা যায়। তিনি সেনা বাহিনীর বীর সেনানীদের বলিদানে শ্রদ্ধা নিবেদনও করেন বলে জানতে পারে গিয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর দীপাবলি উদযাপন করতে প্রতিবছরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে মিলিত হন।

সেনাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাঁরা যে কোনো পরিস্থিতিতে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। ভারতের সঙ্গে বিভিন্ন দেশের দীর্ঘ সীমানা রয়েছে, কিন্তু প্রতিটি ভারতীয় লাঙ্গেওয়ালে এই সীমান্ত চৌকিটিকে খুব ভাল ভাবে চেনে।আগামী বছর ‘১৯৭১-এর ভারত-পাকিস্তান যুদ্ধের’৫০ বছর। লাঙ্গেওয়ালের যুদ্ধের গুরুত্ব এই প্রসঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য।