Saturday, April 27, 2024
spot_img
spot_img
Homeখবরদু মাস ধরে টিউবওয়েলের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে, তাতেই হচ্ছে রান্না৷

দু মাস ধরে টিউবওয়েলের পাইপ থেকে গ্যাস বের হচ্ছে, তাতেই হচ্ছে রান্না৷

P C News Bangla হলদিয়া: টিউবওয়েল থেকে ক্রমাগত বের হচ্ছে গ্যাস! এমনই অদ্ভুত ঘটনার সাক্ষী পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) সুতাহাটা। সেই গ্যাসেই দিব্যি রান্না সারছেন স্থানীয়রা। কিন্তু কেন এমন কাণ্ড? উত্তর নেই কারও কাছে।

পূর্ব মেদিনীপুরের সুতাহাটার খড়বেড়িয়া গ্রামে কিছুদিন আগে হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফে একটি টিউবওয়েল বসানো হয়। স্থানীয়দের কথায়, বসানোর দিন থেকেই কলটির গোড়া থেকে সামান্য পরিমাণে গ্যাস (Gas) বের হতে দেখেন তাঁরা । তাঁদের ধারণা হয়েছিল, সদ্য কলটি বসানোর কারণেই গ্যাস বের হচ্ছে। পরে তা ঠিক হয়ে যাবে। কিন্তু সময় পেরলেও গ্যাস বেরনো বন্ধ হয়নি। প্রায় ২ মাস পর এখনও অনবরত গ্যাস বেরচ্ছে ওই টিউবওয়েলের গোড়া থেকে। সেই গ্যাসকে ব্যবহারও করছেন স্থানীয়রা। পাইপের সাহায্যে ওই গ্যাস নিয়ে কেউ জল গরম করছেন, কেউ চা বানাচ্ছেন। কেউ আবার বাড়ির সমস্ত রান্না সারছেন তাতেই।

কিন্তু কেন এমন কাণ্ড? সে বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে স্থানীয়রা। হলদিয়া উন্নয়ন পর্ষদের তরফেও এখনও এবিষয়ে কোনও মন্তব্য মেলেনি। তবে বিজ্ঞান মঞ্চের কথায়, ওই এলাকার মানুষ বহুবছর ধরে গরু পালন করছেন। ফলে গোবর বহু বছর ধরে মাটি চাপা পড়েছে। এখন তা গোবর গ্যাসে পরিণত হয়েছে। সেই গ্যাসই বেরচ্ছে কলের গোড়া থেকে। যদিও কী থেকে গ্যাস বের হচ্ছে তা নিয়ে বিন্দু মাত্রও উদ্বিগ্ন নন খড়িবেড়িয়ার মানুষ। দীর্ঘদিনের দাবির পর মিলেছে টিউবওয়েল, উপরি পাওয়ান গ্যাস, এ নিয়ে বেশ খুশি তাঁরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments