Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, তেলেঙ্গানা তে মৃত্যু হয়েছে ৫০ জনের৷

ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি, তেলেঙ্গানা তে মৃত্যু হয়েছে ৫০ জনের৷

P C News Desk :- ভয়ঙ্কর হয়ে উঠেছে তেলেঙ্গানার বন্যা পরিস্থিতি। এপর্যন্ত ৫০ জনেক মৃত্যু খবর পাওয়া গিয়েছে। সরকারি হিসেবে ক্ষয়ক্ষতি ৫ হাজার কোটির। এক হায়দরাবাদেই মারা গিয়েছেন ১১ জন। মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর রাও কেন্দ্রের কাছে ১,৩৫০ কোটি টাকা দাবি করেছেন। মৃতদের পাঁচ লাখ টাকার ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।

১৯১৬ সালের পর এতবেশি বৃষ্টিপাত হায়দরাবাদে হয়নি। শহরের ১৪৪টি কলোনির ৭২টি জায়গায় ২০,৫৪০টি বাড়ি ধসে গিয়েছে। সেইসঙ্গে রাজ্যজুড়েই চলছে বিদ্যুৎ বিপর্যয়। সাবস্টেশনে জল ঢুকে এই বিপর্যয় বলে জানানো বহয়েছে। পাশের রাজ্য কর্নাটকের বন্যা পরিস্থিতি খারাপ হয়েছে। উত্তর কর্নাটকের প্রবল বৃষ্টিতে বহু অঞ্চল প্লাবিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments