প্রতি বছর PC Newsবাংলার শুভানুধ্যায়ীদের আর্শীবাদে এবং ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘের মুর্শিদাবাদ জেলা সভাপতি মাননীয় প্রতাপ চুনারী মহাশয়ের সহযোগিতায় এই অনুষ্ঠান আমরা নির্বিঘ্নে সম্পন্ন করি।
এবছরও আগামী 16 অক্টোবর হইতে 26অক্টোবর পর্যন্ত 10দিন ব্যাপি এই অনুষ্ঠান অনুষ্ঠিত হইবে PC News বাংলার পোর্টালে।
যে সকল ব্যক্তি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাহারা আজ থেকে আমাদের Whatsapp নম্বর 7863929235 এই নম্বরে আপনার সেরা সেলফিটি পাঠিয়ে দিন আমাদের।

“পুজোর সেরা মুখ২০২০” অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়মাবলী:
🔵আপনার সেরা সেলফি শুধুমাত্র 7863929235 এই whatsapp নম্বরে পাঠাতে হবে।
🔵 ছবিতে পুজোর ছোয়া থাকা বাধ্যতামূলক।
🔵ছবি দেওয়ার সময়সীমা 14 অক্টোবর সন্ধ্যা থেকে 25 অক্টোবর সন্ধ্যা 6টা পর্যন্ত।
🔵ছবির সঙ্গে স্থায়ী ঠিকানা থাকা বাধ্যতামূলক।
🔵ছবি ফেসবুক পেজে পোস্ট হওয়ার পর PC News বাংলা পেজ Like করা বাধ্যতামূলক।
🔵27 অক্টোবর সন্ধ্যা 6টা পর্যন্ত পেজে পোস্ট হওয়া ছবি লাইক কমেন্ট শেয়ারের ভিত্তিতে প্রথম তিন জনকে পুরস্কার দেওয়া হবে।
🔵আপনার অনুমতিতে পোর্টালে ছবি পোস্ট করা হবে,তাই পোস্ট করার পর তা ডিলিট করা যাবে না।
🔵কোন ব্যক্তি বিনা অনুমতিতে অংশগ্রহণকারীদের ছবি সংরক্ষণ(download) করলে সাইবার আইনে অপরাধী বলে গণ্য হবেন। সেক্ষেত্রে PC News বাংলা কর্তৃপক্ষ আইনি পদক্ষেপ নিতে বাধ্য।
🔵যেহেতু PC News বাংলা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সম্প্রচার মন্ত্রকের নথিভুক্ত একটি খবরের চ্যানেলে তাই এখানে কোন জালিয়াতি হয়না।আপনার পাঠানো তথ্য আমাদের কাছে সুরক্ষিত থাকবে।
🔵PC Newsবাংলার উদ্যোগে এবং BMSS মুর্শিদাবাদ জেলা সভাপতি প্রতাপ চুনারী মহাশয়ের সহযোগিতায় “পুজোর সেরা মুখ ২০২০” অনুষ্ঠান সম্পর্কিত যে কোনো সাহায্যের জন্য ফোন করুন আমাদের হেল্পলাইন নম্বর 7863929235 অথবা 9434674111 এই নম্বরে।
ধন্যবাদ🙏
*T&C Apply