ভারতীয় মানবাধিকার সংরক্ষণ সংঘ এবং জঙ্গিপাড়া অগ্রদূত জনসাথী ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে আর্থিক সহায়তায় প্রদান আগামীকাল রবিবার দীপাবলীর আলোক উজ্জ্বল উৎসবের আমেজ এ প্রকৃত অসহায় পরিবারের সদস্যদের শীতবস্ত্র বিতরণ করা হবে।

আজকে অ্যামাজন থেকে বুকিং করা 20 টা ব্লাঙ্কেট,কম্বল এলো 15000/ টাকার বিনিময়।
জঙ্গিপারা থেকে কেনা হলো 30 টা চাদর। প্রয়োজন অনুযায়ী 50 জন ব্যক্তিকে সোসাইটির পক্ষ থেকে বিতরণ করা হবে। পি সি নিউজ বাংলা পোর্টালের পক্ষ থেকে, আর্থিক সহায়তা প্রদান করা BMSS এর সদস্যদের জানাই আন্তরিক দীপাবলীর শুভেচ্ছা শুভকামনা ও আন্তরিক অভিনন্দন।