Saturday, April 20, 2024
spot_img
spot_img
HomeখবরChit fund case এবার চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়কের বাড়িতে সিবিআই হানা।

Chit fund case এবার চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়কের বাড়িতে সিবিআই হানা।

পিসি নিউজ বাংলা:- এবার চিটফান্ড কাণ্ডে (Chit fund case) নাম জড়াল বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর। রবিবার সকালে বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়িতে হানা দেন কেন্দ্রীয় তদন্তকারীরা। চিটফান্ড মামলায় বীজপুরের বিধায়কের কোনও যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখতে এই তল্লাশি অভিযান বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে, এদিন কলকাতার তিনটি জায়গায় এবং হালিশহরের চারটি জায়গায় হানা দিয়েছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, বীজপুর বিধানসভার ছয় জায়গাতে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সেই তালিকায় বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারীর বাড়ি ছাড়াও, রয়েছে কাচড়াপাড়া পুরসভার চেয়ারম্যান কমল অধিকারীর বাড়ি, কাচড়াপাড়া পুরসভার কাউন্সিলর ঝুম্পা সিং-এর বাড়িও। এছাড়াও রাজু সাহানি-ঘনিষ্ঠ আরও তিন জায়গায় সিবিআই হানা দিয়েছে দিয়ে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, সুবোধ এবং কমল দু’জনই হালিশহর পুরসভার চেয়ারম্যান রাজু সাহানির ‘ঘনিষ্ঠ’ হিসাবে পরিচিত। শুক্রবার সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন রাজু। তাঁকে ৫ দিন সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আসানসোলের আদালত। রাজুর বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। এদিকে বিধায়কের বাড়িতে সিবিআই হানা নিয়ে প্রতিক্রিয়ায় দমদমের সাংসদ সৌগত রায় বলেন, ‘সিবিআই সবার বাড়িতেই যেতে পারে। কিন্তু আদালতে দোষ প্রমাণ করতে হবে। এখনও পর্যন্ত অনেক হানাই হয়েছে, কিন্তু আদালতে দোষ প্রমাণিত হয়নি। সিবিআই সিবিআই-এর কাজ করছে। আমরা আমাদের কাজ করব।’

Chit fund case এবার চিটফান্ড কাণ্ডে বীজপুরের বিধায়কের বাড়িতে সিবিআই হানা।

Sukanyaa Mandal আজই হাই কোর্টে হাজিরার নির্দেশ অনুব্রত-কন্যাকে, কী পরিণতি হতে চলেছে সুকন্যা?

CM Mamata Banerjee আমার বাড়িতে ইডি, সিবিআই গেলে আন্দোলনে নামবেন তো?’ দলের কর্মীদের প্রশ্ন মমতার।

Stack King Rakesh Jhunjhunwala প্রয়াত হলেন ‘স্টক কিং’, বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা।

MORE NEWS – এসএসসি দুর্নীতির পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা, অনুমান ইডির।

এসএসসি দুর্নীতি কাণ্ডের (SSC Corruption) শিকড় ক্রমশ আরও গভীরে যাচ্ছে! ঠিক যেন সিনে জগতের মতো একের পর এক খাজানার দরজা খুলছে। অন্তত তেমনটাই দাবি ইডি-র। তাদের অভিযোগ, এই দুর্নীতি কাণ্ডে বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়ে থাকতে পারে। এই টাকার একটা অংশ যে হাওয়ালার মাধ্যমে পাচার হয়েছে বিদেশে সে তথ্য আগেই সামনে এসেছে। পার্থ’র হাত ধরে যে সব আর্থিক দুর্নীতির ঘটনা ঘটেছে, CONTINUE READING

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments