Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeরাজ্যMamata Banerjee: একুশে জুলাই, বৃষ্টি ও মমতা! শহিদ দিবসে অভিনব জয়ের বার্তা...

Mamata Banerjee: একুশে জুলাই, বৃষ্টি ও মমতা! শহিদ দিবসে অভিনব জয়ের বার্তা মুখ্যমন্ত্রীর

পিসি নিউজ বাংলা : বৃহস্পতিবার ২১ শে জুলাই শহিদের মঞ্চে সৌগত রায়ের বক্তব্য রাখার সময়েই আকাশ ভেঙে এসেছিল বৃষ্টি। বৃষ্টি ভেজা একুশে জুলাইয়ের মঞ্চে বলতে উঠে মাথার ওপর থেকে তো ছাতাই সরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কাকভেজা হয়েই একুশের মঞ্চে হাসিমুখে বক্তব্য রাখলেন অভিষেক। তারপরেই জনসমুদ্রের আকার নেওয়া ধর্মতলায় হাজির হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা একটা নাগাদ বক্তব্য শুরু করেন মমতা।

তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার আগেই প্রকৃতি একেবারেই শান্ত হয়ে যায়। প্রকৃতির হঠাৎ এই পরিবর্তন দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুরুর আগে নচিকেতা গাইলেন, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনও হয়নি৷ অত্যন্ত জনপ্রিয় এই গানের লাইনগুলি মিলে গেল সভার পরিবেশের সঙ্গে৷
মমতা এদিনের ভাষণের শুরুতেই বলেন, “আমি তৃণমূল কংগ্রেসর কর্মীদের কয়েকটি কথা বলতে চাই। দেখলেন তো, ২১ শে জুলাই বৃষ্টি হয়। ঈশ্বরের কী আশীর্বাদ। যারা বৃষ্টিতে ভিজেছেন, তাঁরা আমার কথা না শুনে চলে যাবেন না তো?” তিনি এও বলেন, “আমি মিটিং-এ এলাম, আর প্রকৃতি মা-কে জয় করে নিলাম। এভাবেই জয় করে যাব।

এত বৃষ্টি, এত ঝড় জল থেকে আপনাদের যখন সরাতে পারেনি। তাহলে ২০২৪ সালে বিজেপিকে সরাবে। ওদের ক্ষমতার একদিকে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স। আমাদের মেরুদণ্ড সোজা। আর ওদের মেরুদণ্ডের একদিকে ইডি আর অন্যদিকে সিবিআই। একদিকে ইনকাম ট্যাক্স আর অন্যদিকে জিএসটি।’

রীতিমত গর্বের সঙ্গে বলেন, “আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজ্যের লোক। ওদের লড়ার ক্ষমতা নেই। আমার আছে। গত দু বছর কোভিডের জন্য সভা হয়নি৷ অনেক মানুষকে আমরা হারিয়েছি কোভিডে।”
“২১ জুলাই বৃষ্টি হয়।” এই সুর শোনা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। মমতা বলেন, ‘বিজেপি হাসছিল। সিপিএম কাঁদছিল। সবাই ভিজে চুপচুপে হয়ে গেছে। ভেবেছে সভা বাতিল হয়ে গিয়েছে! এই দল কখনও রৌদ্র, কখনও বৃষ্টিতে থেকেছে। বিজেপি সব জায়গায় সরকার ভাঙছে এটাই ওদের কাজ৷ এখানেও চেষ্টা করেছিল পারেনি। ২১ এ পারেনি। ২১ কাউকে ভাঙতে দেয় না। তবে ২৪-এ জনতা বিজেপির কারাগার ভাঙবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments