Thursday, March 28, 2024
spot_img
spot_img
HomeখবরChandrayaan-2: আর অনুমান সম্ভাবনা নয়, চাঁদের চির-ছায়াবৃত অঞ্চলে জলের অস্তিত্ব নিশ্চিত করল...

Chandrayaan-2: আর অনুমান সম্ভাবনা নয়, চাঁদের চির-ছায়াবৃত অঞ্চলে জলের অস্তিত্ব নিশ্চিত করল চন্দ্রযান-২

আর অনুমান, সম্ভাবনা নয়। এবার একেবারে নিশ্চিত করা হল যে, চাঁদে জলের অস্তিত্ব আছে।

Chandrayaan-2 হল ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান মিশন। আমদাবাদের Space Applications Centre (SAC)-য়ে এর প্রস্তুতি শুরু হয়েছিল। সম্প্রতি এই চন্দ্রযান দ্ব্যর্থহীন ভাষায় চাঁদের জলের অস্তিত্বের কথা ঘোষণা করেছে।

Chandrayaan-2
-তে যে সব অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে তারই ফলে এটা জানা সম্ভব হল। এই যানে স্থিত রাডারে এই জলের অস্তিত্ব ধরা পড়েছে। ISRO chairperson K Sivan জানিয়েছেন, উচ্চমানের বিরল ক্ষমতাসম্পন্ন সব যন্ত্রপাতির কল্যাণেই এটা সম্ভব হল।

তারা বলেছে, চাঁদের যে অংশে কখনও আলো পৌঁছয় না, সেখানেই বরফাকারে এই জলের অস্তিত্ব মিলেছে। ISRO-র বিজ্ঞানীরা এই তথ্য জানিয়েছেন।

চাঁদের এই চির ছায়াবৃত অঞ্চলের একটি নামও রয়েছে– Permanently shadowed regions বা পিএসআর (PSR)। আসলে যেহেতু এই PSR-য়ে আলো পৌঁছয় না, তাই এই অঞ্চলের ছবি তোলাও ততটা সহজ হয়নি। ফলে বিষয়টি এতদিন অস্পষ্টই ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments