(নওদা চক্রের শিক্ষা প্রতিষ্ঠানের নামে বড় ভুল।)
মুর্শিদাবাদ জেলার নওদা চক্রের 32 নম্বর মধুপুর জি,এস,এফ,পি বিদ্যালয়ের পুরো নাম, গভারমেন্ট স্পনসর্ড ফ্রী প্রাইমারি স্কুল। বর্তমান বিদ্যালয়ের গৃহের সম্মুখে লেখা হয়েছে, জি,এস,এফ,পি প্রাঃ স্কুল, (পি= প্রাইমারী) (প্রাঃ= প্রাইমারী) অর্থাৎ প্রাইমারী কথাটাকে দুবার ব্যবহার করা হয়েছে। প্রতিষ্ঠানের প্রধান যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানেই কর্মরত, দুঃখের বিষয়, তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানের সঠিক নামটি জানেন না।
যিনি নিজেই জানেন না স্কুলের সঠিক নাম তিনি শিশুদের সঠিক শিক্ষা কিভাবে প্রদান করবেন ?