Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলকাতামুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর ঘাপটি মেরে অচেনা ব্যক্তি

মুখ্যমন্ত্রীর বাড়িতে রাতভর ঘাপটি মেরে অচেনা ব্যক্তি

পিসি নিউজ বাংলা : একুশের বিধানসভা নির্বাচনের সময়ে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর কনভয়ে নিরাপত্তার গাফিলতির জেরে দুর্ঘটনায় আহত হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের তাঁর নিরাপত্তায় গাফিলতির প্রমাণ মিলল। এবার ঘটনাটি খাস কলকাতায় মুখ্যমন্ত্রীর বাড়িতে। রাতভর এক অচেনা ব্যক্তি লুকিয়ে ছিলেন তাঁর বাড়িতে। পুলিশ ওই ব্যক্তিকে আটক করে কালিঘাট থানায় নিয়ে গিয়েছে। কেন সে মুখ্যমন্ত্রীর বাড়িতে এভাবে লুকিয়ে ছিল তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

জানা যায়, শনিবার মধ্যরাতে কোনও এক সময়ে ওই ব্যক্তি মুখ্যমন্ত্রীর বাড়ির পাঁচিল টপকে ভেতরে ঢুকে পড়ে। এরপর সারারাত ঘাপটি মেরে বাড়ির মধ্যেই লুকিয়ে ছিল সে। রবিবার সকাল হতেই ওই ব্যক্তিকে বাড়ির লোকের নজরে আসে। এদিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা পান মুখ্যমন্ত্রী। তাই সর্বক্ষণই কলকাতা ও রাজ্য পুলিশ নিরাপত্তা বলয়ে ঘিরে রাখে তাঁর বাড়ি। এত নিরাপত্তা সত্বেও সকলের চোখে ফাঁকি দিয়ে কীভাবে ওই ব্যক্তি পাঁচিল টপকে মুখ্যমন্ত্রীর বাড়ির ভেতরে ঢুকে দীর্ঘক্ষণ লুকিয়ে ছিল, তা নিয়েই প্রশ্ন উঠেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তির পরিচয় জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সে কোথা থেকে, কেন এসেছে এসব জানারও চেষ্টা করা হচ্ছে। সেইসঙ্গে তার মানসিক পরিস্থিতিও খতিয়ে দেখা হচ্ছে। খবর পেয়ে এদিন বেলার দিকে মুখ্যমন্ত্রীর বাড়িতে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল।
জানা গিয়েছে, শনিবার রাতে মুখ্যমন্ত্রীর বাড়ির নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সেই সব নিরাপত্তাকর্মী ও পুলিশকর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments