২৩ শে জানুয়ারি নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে এ’রাজ্য সহ দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচী হাতে নেওয়া হয়েছে।
জনস্বার্থে প্রচারিত
ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কলকাতার ন্যাশনাল লাইব্রেরীতে এক আন্তর্জাতিক আলোচনা সভায় যোগ দেবেন। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একটি প্রদর্শনী তিনি ঘুরে দেখবেন।
নেতাজীর উপর একটি বই-এরও তিনি প্রকাশ করবেন এবং স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানাবেন। ২৩ তারিখ রাতেই প্রধানমন্ত্রীর দিল্লি ফিরে যাবার কথা।
রাজ্য সরকার এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও নেতাজীর জন্মজয়ন্তী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।