Thursday, April 18, 2024
spot_img
spot_img

কংগ্রেস সভাপতি  অধীর রঞ্জন চৌধুরি ৩০ শে জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে  আবেদন করেছিলেন, মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের কাকমারিতে ভারত-বাংলাদেশ সীমান্তে একটি স্থল বন্দর তৈরি করা হোক। যাতে বাংলাদেশ আর ভারতের মধ‍্যে সুসম্পর্ক বজায় হোক এবং সীমান্ত সংলগ্ন বাসিন্দারা যাতে ভালো ভাবে রোজগার করতে পারে। তাঁর আবেদন সাড়া দিয়ে এই  বিষয় খতিয়ে দেখতে উদ্যোগী হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

  গত ২৮ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, মুর্শিদাবাদের সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরিকে একটি চিঠি দেন। তাতে জানান, ‘মুর্শিদাবাদ জেলার বেকার ও দরিদ্র গ্রামবাসীদের জন্য আপনার উদ্বেগ প্রশংসনীয়। আপনার আবেদন অনুযায়ী মুর্শিদাবাদের জলঙ্গি ব্লকের কাকমারিতে ভারত-বাংলাদেশের মধ্যে একটি স্থল বন্দর তৈরির বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং এই বন্দরের মাধ্যমে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য এবং  যাত্রী চলাচলের বিষয়টিও বিবেচনা করা হবে। তারপর বিভিন্ন স্টেকহোল্ডারদের সাথে কথা বলে এই স্থলবন্দরটি তৈরি করা কতটা কার্যকরী হবে সেই বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments