Thursday, September 19, 2024
spot_img
spot_img

খাস কলকাতার মাটিতে এসটিএফ এর জালে ধরা পড়ল জেএমবি জঙ্গি। তিনজন জঙ্গিকে এসটিএফ গ্রেফতার করেছে। এই তিন ধৃতদের নাম, সাব্বির ওরফে নিখিলকান্ত, রবিউল ইসলাম, নাজিউর রহমান। বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে।
পুলিশ সূত্রে খবর, তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের বেশকিছু পাসপোর্ট, অস্ত্র। তারা কলকাতার ঠাকুরপুকুরে থাকত। তারা ছদ্মবেশে এলাকায় এলাকায় মশারি, ফল বিক্রি করতে বলে জানা গেছে।

গোপন সূত্রে খবর পেয়ে, পুলিশ   মহাত্মা গান্ধী রোডের ওপর  অভিযান চালায়। সেখান থেকে  জেএমবি জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করে কলকাতা পুলিশের এসটিএফ। সোশ্যাল মিডিয়ায় তাদের অ্যাকাউন্ট আছে কি না তা  খতিয়ে দেখে পুলিশ। তারপরেই উঠে এল এক চাঞ্চল‍্যকর তথ‍্য। তাদের সাথে  বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সঙ্গে তাদের যোগসুত্র পাওয়া গেছে। এখন তাদের জিজ্ঞাসাবাদ চলছে লালবাজারে। অভিযুক্তদের কাছ থেকে একটি ডায়েরি পাওয়া গেছে । সেখানে রয়েছে একাধিক জেএমবি নেতাদের নম্বর । আগামিকাল তাদের ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে।খাস কলকাতারমাটিতে ধরা পড়ল জেএমবি জঙ্গি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments