Tuesday, April 23, 2024
spot_img
spot_img
Homeখবরভোটের আগে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের উর্ধগতি উদ্বেগ বাড়াচ্ছে।

ভোটের আগে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের উর্ধগতি উদ্বেগ বাড়াচ্ছে।

ভোটের আগে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের উর্ধগতি উদ্বেগ বাড়াচ্ছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৪২২ জন। দু’ মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ২৯৫ জন। মৃত্যু হয়েছে তিনজনের। আরোগ্যের হার ৯৭.৬২ শতাংশ বলে জানা যায়।

জনস্বার্থে বিজ্ঞাপন

দেশে দৈনিক কোভিড সংক্রমণ, গত চার মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রকের গতকালের রিপোর্টে এই সংখ্যা ৪৩ হাজার ৮৪৬। মৃত্যু হয়েছে ১৯৭ জনের। মানুষের মধ্যে কোভিড বিধি না মানার প্রবণতাই নতুন করে আক্রান্তের সংখ্যা বাড়ার কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিকে ভ্যাকসিন দেবার ক্ষেত্রেও একের পর এক মাইলফলক অতিক্রম করে চলেছে ভারত। ইতিমধ্যেই টিকা গ্রহীতার সংখ্যা সাড়ে চার কোটির কাছাকাছি পৌঁছে গেছে  বলে খবর।

এরাজ্যে একদিনে তিন লক্ষের বেশি ভ্যাকসিন ডোজ দেওয়া হয় গত শুক্রবার। তবে গতকাল রবিবার এই সংখ্যা ছিল অনেকটাই কম, ১৭ হাজার ১৭৭। সব মিলিয়ে এ পর্যন্ত টিকা নিয়েছেন ৩২ লক্ষ ৭৭ হাজারের মতো বলে জানতে পারে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments