Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরসময়ে অসময়ে অসুস্থ মানুষের স্বাস্থ্যের সরঞ্জাম বাড়ি পৌঁছে দেয়ার নামই লাল স্বেচ্ছাসেবী।

সময়ে অসময়ে অসুস্থ মানুষের স্বাস্থ্যের সরঞ্জাম বাড়ি পৌঁছে দেয়ার নামই লাল স্বেচ্ছাসেবী।

অসময়ে অসুস্থ মানুষের স্বাস্থ্যের সরঞ্জাম বাড়ি পৌঁছে দেয়ার নামই লাল স্বেচ্ছাসেবী।

এদিন মুর্শিদাবাদ জেলার নওদা থানা অন্তর্গত পিপ্রাখালি বাজার সংলগ্ন এলাকায়, বছর চব্বিশের এক মহিলা করোণা আক্রান্ত থাকায় শ্বাস-প্রশ্বাসের বেজায় সমস্যা হচ্ছিল, পরিবারের সদস্য তড়িঘড়ি নওদার রেড ভলেন্টিয়ারদের ফোনের মাধ্যমে সম্পন্ন বিষয়টি জানান, পেশেন্টের বাড়ির ফোন পেয়েই, ভর দুপুরে নাওয়া-খাওয়া বন্ধ করে অক্সিজেন নিয়ে হাজির নওদা ভলেন্টিয়ার্সের টিম, অক্সিজেন পেয়ে একটু সুস্থ বোধ করছেন পেশেন্ট, কিন্তু পেশেন্টের পরিবারের সদস্যরা করোণা মহামারীর বিধি-নিষেধ সঠিকভাবে মানচ্ছেনা বলেই দাবি করেন, রেড ভলেন্টিয়ার্সের যুগ্ম কনভেনার সাইদুল ইসলাম এবং যথেষ্ট সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

নওদা লাল স্বেচ্ছাসেবীর যুগ্ম কনভেনার বলেন, বাড়িতে করণা পেশেন্ট থাকলে পরিবারের সকল সদস্যদের সর্বক্ষণ মুখে মাক্স হাতে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং শারীরিক দূরত্ব বজায় রাখা অত্যন্ত জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments