Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeখবরসংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু হয়েছে।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু হয়েছে।

সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায় আজ থেকে শুরু হয়েছে। সকাল ন’টা থেকে রাজ্যসভার অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথমেই বিরোধী দলের সাংসদরা, পেট্রোপণ্য এবং LPG-র মূল্যবৃদ্ধির বিষয়টি উত্থাপন করেন।

জনস্বার্থে প্রচার

বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, দেশে পেট্রলের দাম, লিটার পিছু ১০০ টাকা এবং ডিজেলের দাম ৮০ টাকায় পৌঁছেছে। তিনি, LPGর মূল্যবৃদ্ধি এবং ২০১৪ সালের পর থেকে বারংবার আবগারি শুল্ক বৃদ্ধির ফলে, কেন্দ্র ২১ হাজার কোটি টাকার’ও বেশী আয় করেছে।

এর ফলে সাধারণ মানুষের দুর্দশা বাড়ছে। এই বিষয়ে আলোচনার জন্য, কংগ্রেস সহ বিরোধী দলগুলি, ওয়েলে নেমে স্লোগান দিতে থাকেন।

চেয়ারম্যান এম. ভেঙ্কাইয়া নাইডু, সদস্যদের তাঁদের আসনে ফিরে যাওয়ার অনুরোধ করতে থাকলেও, বিশৃঙ্খলা চলতে থাকে। অবস্থার উন্নতি না হওয়ায় তিনি রাজ্যসভা অধিবেশন, প্রথমে বেলা ১১ টা এবং পরে তা ১’টা পর্যন্ত মুলতুবি করে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments