Tuesday, April 16, 2024
spot_img
spot_img
HomeUncategorizedশিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের জন্য টিকিট কাটতেই হবে।

শিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশাল ট্রেনে যাতায়াতের জন্য টিকিট কাটতেই হবে।

শিয়ালদহ ডিভিশনের নতুন নিয়ম। শিয়ালদহ ডিভিশনে স্টাফ স্পেশ‍্যাল ট্রেনে উঠতে গেলে টিকিট কেটে উঠতে হবে। তবে হাওড়া ডিভিশনে এ ধরনের নিয়ম চালু হয়নি। আর এতেই প্রশ্ন উঠছে।

লোকাল ট্রেনে যাত্রী পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ফলে শুধু শিয়ালদহ ডিভিশনে এক কোটি টাকার কাছাকাছি ক্ষতি হচ্ছে। তাই টিকিট ব‍্যবস্থা চালু করা হচ্ছে , এতে ক্ষতির পরিমাণ কিছুটা কমবে।

টিকিট চালু প্রসঙ্গে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানান, ‘‌টিকিট চালু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ার ডিআরএমের রয়েছে। তিনি নিজের এক্তিয়ারে টিকিট ব্যবস্থা চালু করেছেন। হাওড়া ডিআরএম এমন সিদ্ধান্ত নেননি। তাই সেখানে টিকিট ব্যবস্থা চালু হয়নি। প্রথমে স্টাফ স্পেশাল ট্রেন চালু ছিল রেল কর্মীদের জন্য। পরে রাজ্য সরকারের অনুরোধে বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও ট্রেনে উঠতে শুরু করেন। টিকিট ব্যবস্থা চালু করার জন্য অনেকেই প্রস্তাব দিচ্ছিলেন। এবার সেটাই চালু হল।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments