Tuesday, April 23, 2024
spot_img
spot_img
Homeবিদেশরাশিয়া আর সন্ত্রাসবাদীদের মধ্যে পার্থক্য নেই, রাষ্ট্রপুঞ্জে সরব জেলেনস্কি

রাশিয়া আর সন্ত্রাসবাদীদের মধ্যে পার্থক্য নেই, রাষ্ট্রপুঞ্জে সরব জেলেনস্কি

পিসি নিউজ বাংলা : রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর এই প্রথমবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে গর্জে উঠলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। রাশিয়ার বিরুদ্ধে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে চাঞ্চ্যকর অভিযোগ আনলেন তিনি। তিনি অভিযোগ করেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর রোমহর্ষক যুদ্ধ অপরাধ ইউক্রেনে সংগঠিত হয়েছে। এভাবেই পুতিন বাহিনীর বিরুদ্ধে সোচ্চার ছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। বুচায় রুশ বাহিনীর অত্যাচার জঙ্গি আচরণের চেয়ে কিছু অংশে কম নয়। ওখানে তারা কিছু ভূখণ্ড দখলে রেখে অত্যাচার চালায় আর এখানে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য অত্যাচার চালিয়েছে। রীতিমতো ক্ষোভের সঙ্গে এভাবেই মস্কোর বিরুদ্ধে সুর চড়ান জেলেনস্কি। রুশ সামরিক বাহিনীকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি।

এদিকে, বুচা-কাণ্ডের পর ইউএস প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধ-অপরাধী তকমা দিয়েছে। পাশাপাশি মস্কোর উপর আরও নিষেধাজ্ঞা জারির ইঙ্গিত দিয়েছেন। শুধু ইউএস নয়, ইউরোপীয় ইউনিয়নও রাশিয়ার তেল এবং গ্যাসে বড়সড় নিষেধাজ্ঞা নিতে আলোচনা শুরু করেছে। একাধিক দেশ ইউক্রেনে ক্রমবর্ধমান পরিস্থিতির জন্য গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments