Thursday, April 25, 2024
spot_img
spot_img
HomeUncategorizedযেভাবে ব‍্যাঙ্ক জালিয়াতি ও অনলাইন হ‍্যাকিং বাড়ছে, তার জন‍্য SBI ও PNB...

যেভাবে ব‍্যাঙ্ক জালিয়াতি ও অনলাইন হ‍্যাকিং বাড়ছে, তার জন‍্য SBI ও PNB গ্রাহকদের কড়া সতর্কবার্তা জারি করল:-

 

যেভাবে ব‍্যাঙ্ক জালিয়াতি ও অনলাইন হ‍্যাকিং বাড়ছে, তার জন‍্য SBI ও PNB গ্রাহকদের কড়া সতর্কবার্তা জারি করল।

 

SBI জানিয়েছে কোনও অবিশ্বস্ত উৎস থেকে অথবা অচেনা ব্যক্তির পরামর্শে কোথাও থেকে গ্রাহক যেন কোনো অ্যাপ্লিকেশন বা অ্যাপ ডাউনলোড না করে । পাশাপাশি এও বলা হয়েছে যাচাই করা সাইট থেকে গ্রাহক অ্যাপ বা   অ্যাপ্লিকেশন ডাউনলোড করে। এসবিআই-এর তরফে ট্যুইট করে আরও জানানো হয়েছে যে, ‘অচেনা ব্যক্তির পরামর্শের ভিত্তিতে আপনার মোবাইলে কোনও অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন না। এটি সম্ভব যে ওটিপি / পিন / সিভিভি-সহ  যেকোনও জায়গা থেকে ব্যবহার করা যায়।’

 

অন‍্যদিকে PNB অর্থাৎ পাঞ্জাব ন্যাশন্যাল ব্যাঙ্ক জানিয়েছে যে, PNB-র নিজস্ব অফিসিয়াল ওয়েব সাইট ছাড়া কোনও লিঙ্কের মাধ্যমে সাইট না খোলার পরামর্শ দিয়েছেন। UPI এর মাধ‍্যমে টাকাপয়সা লেনদেনে সতর্কতা জারি করেছে।

 

এছাড়া, কোন গ্রাহক চাইলে https://cybercrime.gov.in এ গিয়ে অভিযোগ দায়ের করতে পারবেন বলেও জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments