Wednesday, April 17, 2024
spot_img
spot_img
Homeখবরযাদবপুরে কলেজ খোলার দাবি নিয়ে অভিনব কর্মসূচি, রাস্তায় ক্লাস নিলেন অধ্যাপক নন্দিনী...

যাদবপুরে কলেজ খোলার দাবি নিয়ে অভিনব কর্মসূচি, রাস্তায় ক্লাস নিলেন অধ্যাপক নন্দিনী মুখার্জী

দীর্ঘদিন ক্লাস হচ্ছে না। করোনা পর্বের প্রথম থেকেই স্কুল কলেজ সব কিছুই বন্ধ। সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় বাকি সব কিছুতে সরকারি বিধিনিষেধ শিথিল হলেও স্কুল কলেজগুলির দরজা এখনও বন্ধ রয়েছে। পড়াশোনা চলছে অনলাইনে। এই ব্যবস্থার প্রতিবাদে অভিনব কর্মসূচি দেখা গেল যাদবপুরে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের বাইরে রীতিমতো ক্লাস বসেছে। পড়ুয়ারা রাস্তার ধারে লাইন দিয়ে বসে রয়েছেন। সামনে বোর্ড টাঙিয়ে ক্লাস নিচ্ছেন অধ্যাপক। অভিনব এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘মগজের কারফিউ ভাঙার ক্লাসরুম’। স্কুল কলেজ খোলার দাবিতে দীর্ঘদিন ধরেই সরব যাদবপুরের এসএফআই। অভিযোগ, করোনা আবহে সবকিছুই চলছে।

কিছুই থেমে নেই। ভোটও হচ্ছে। তবু স্কুল কলেজ খুলে দেওয়া হচ্ছে না কেন। স্কুল কলেজ খোলার দাবি আরও জোরালো করতেই নজরকাড়া এই কর্মসূচি গ্রহণ করেছে এসএফআই। মঙ্গলবার চার নম্বর গেটের বাইরে রাস্তার ধারে ক্লাস নিতে দেখা গিয়েছে অধ্যাপক নন্দিনী মুখার্জীকে, যিনি লোকসভা নির্বাচনের সময় যাদবপুর থেকে সিপিএমের টিকিটে ভোটেও দাঁড়িয়েছিলেন। এদিন তাঁর আলোচনার বিষয় ছিল নজরদারির বিশ্বে নয়া প্রযুক্তি। করোনা পর্বের লেখাপড়া নিয়ে যাদবপুরের ছাত্র সংগঠনের তরফে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন তোলা হচ্ছে। কেন কলেজ বন্ধ থাকলেও পড়ুয়াদের কাছ থেকে গুণে গুণে বেতন নেওয়া হচ্ছে সেই প্রশ্নও তোলা হয়েছে। যদিও মুখ্যমন্ত্রী কিছুদিন আগেই জানিয়েছেন পুজোর পর একদিন অন্তর স্কুল খোলার ভাবনা রয়েছে সরকারের। তবে তা এখনও ভাবনার পর্যায়েই রয়েছে। শুধু যাদবপুর নয়, প্রেসিডেন্সি, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেও ছাত্র সংগঠনগুলি ক্লাস চালু করার দাবি জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments