Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরমুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিভিন্ন জেলার জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন।

মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিভিন্ন জেলার জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন।

রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসুর অপসারণ দাবি করেছে বিজেপি।

মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে দেখা করে এই দাবি জানানো হয়েছে বলে রাজ্য বিজেপির নেতা শিশির বাজোরিয়া জানিয়েছেন। তিনি বলেন, “বুথের ২০০ মিটারের মধ্যে রাজ্য পুলিশ না থাকার কথা নির্বাচন কমিশন বললেও; সম্প্রতি সঞ্জয় বসু এক সাংবাদিক সম্মেলনে ১০০ মিটারের কথা বলেন এবং জানান, রাজ্য পুলিশের কাজ হবে ভোটারদের লাইন ঠিক করা সহ অন্যান্য কাজ।”

জনস্বার্থে বিজ্ঞাপন

শিশির বাজোরিয়া আরো অভিযোগ করেছেন যে, এই নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু শাসক দলের হয়ে কাজ করছেন, বিভিন্ন তথ্য নবান্নে পাঠাচ্ছেন এবং সেই অনুসারে মুখ্যমন্ত্রীর নির্দেশ মত বিভিন্ন জেলার জেলা শাসকদের ভয় দেখাচ্ছেন।

২০১৯ এর লোকসভা নির্বাচনেও এই আধিকারিক পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে বিজেপি অভিযোগ করেছিল। তাদের প্রচারে, প্যারোডিতে ‘পিসি-ভাইপো’ শব্দ ব্যবহার করতেও সঞ্জয় বসু আপত্তি করেন বলে শ্রী বাজোরিয়া জানান।

নন্দীগ্রামে নির্বাচনী প্রচারে যে ভাষায় মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, বিজেপি-র প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কাছে তার বিরুদ্ধে’ও প্রতিবাদ জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments