Wednesday, April 24, 2024
spot_img
spot_img
HomeUncategorizedমুকেশ আম্বানি লঞ্চ করল Emergency Data Loan পরিষেবা। বিষদে জেনে নিন:-

মুকেশ আম্বানি লঞ্চ করল Emergency Data Loan পরিষেবা। বিষদে জেনে নিন:-

 

করোনা পরিস্থিতিতে গ্রাহকদের কথা মাথায় রেখে মুকেশ আম্বানি লঞ্চ করেছে নতুন এক পরিষেবা। আচমকা ডেটা শেষ হয়ে গেলেও  চিন্তার কোনো কারণ  নেই গ্রাহকদের। কারণ, দেওয়া হবে ‘ডেটা লোন’। Jio অ্যাপের মাধ্যমেই মিলবে এই সুবিধা। মাত্র ১১টাকায় 1GB ডেটা পাওয়া যাবে। আর সেই ১১টাকা পরে দিলেও চলবে। আর  এই লোন পরিষেবা মাত্র ৫ বারের জন্য দেওয়া হবে। মোট ৫GB হাই-স্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অর্থাৎ ৫৫ টাকা পরে দিলেও হবে।

 

দেখে নিন কীভাবে পাবেন?

 

প্রথমেই MyJio অ্যাপ খুলুন।

 

তারপর ‘Menu’ তে যান।

 

এরপর ‘Emergency Data Loan’ অপশনটি বেছে নিন।

 

তারপর ‘Proceed’ অপশনে ক্লিক করুন।

 

তারপর ‘Get Emergency Data’ অপশনটি সিলেক্ট করুন।

 

তারপর ‘Active Now’ অপশনে ক্লিক করুন।

 

এরপরেই আপনার Jio নম্বরে Emergency Loan Service অ্যাক্টিভেট হয়ে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments