Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeজেলাভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে আসে কেন্দ্রীয় মানবাধিকার...

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে আসে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন প্রতিনিধি দল:-

ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে আসে কেন্দ্রীয় মানবাধিকার কমিশন প্রতিনিধি দল। ধবৃহস্পতিবার মুর্শিদাবাদের বিজেপি নেতৃত্ব বহরমপুরে সার্কিট হাউসে কেন্দ্রীয় মানবাধিকারের দলের সঙ্গে দেখা করতে যান। বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয় ভোটের পরবর্তীতে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন জায়গায় সন্ত্রাস হয়েছে। প্রায় ৫০ জনের সঙ্গে দেখা করেন এবং তাদের অভিযোগ মন দিয়ে শোনেন।

কেন্দ্রীয় মানবাধিকার কমিশন প্রতিনিধি আতিফ রসিদ জানান, ‘‘আমরা বহরমপুর সার্কিট হাউসে উপস্থিত ছিলাম এবং প্রায় একশো জনের অভিযোগ নিয়েছি। নির্বাচন পরবর্তী কালে যে সন্ত্রাস তৈরি হয়েছে তার অভিযোগ আমরা শুনেছি এবং সমস্ত কিছু ভিডিওগ্রাফি করেছি। তবে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসনের উপর অনেক ক্ষোভ আছে সাধারণ মানুষের তা বোঝা গেল এবং পুলিশের উপর অনেক মানুষের ভয় আছে যার ফলে অনেক মানুষ আমাদের কাছে এসে পৌঁছাননি এবং অভিযোগ করতে পারেননি। এমনকি অনেকে অভিযোগ জানাতে এসে মাঝ রাস্তা থেকে ফিরে গিয়েছেন। আক্রান্তদের পুলিসের কথা বললেই ভয় পেয়ে যাচ্ছে। আমরা চলে গেলে আবার আক্রমণ হবে বলে অনেকেই আশঙ্কা করছেন। এটা হওয়া উচিত নয়। আমরা পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন কে নির্দেশ দিয়েছি সাধারণ মানুষের সুরক্ষা দেওয়া আপনাদের দায়িত্ব এবং সাধারণ মানুষের উপর কোন হামলা হলে তার দায় নিতে হবে। ‘’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments