Friday, April 19, 2024
spot_img
spot_img
Homeদেশভারতে এই অগস্টেই আসছে  করোনার তৃতীয় ঢেউ। 

ভারতে এই অগস্টেই আসছে  করোনার তৃতীয় ঢেউ। 

ভারতে এই অগস্টেই আসছে  করোনার তৃতীয় ঢেউ। ঐ এমনটাই দাবি করলেন আইআইটির গবেষক মথুকুমাল্লি বিদ্যাসাগর এবং মণীন্দ্র আগরওয়াল। এর পাশাপাশি গবেষকরা জানাচ্ছেন, অক্টোবরে করোনা সংক্রমণের হার শিখরে উঠতে পারে। সেই সময় দেশে  দৈনিক দেড় লক্ষ সংক্রমণ দেখা যেতে পারে।

আইআইটি হায়দরাবাদ এবং কানপুরের দুই গবেষকের দাবি, এই করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে  কেরল-মহারাষ্ট্র।

উল্লেখ্য, বর্তমানে কেরলে সংক্রমণ দেশের মোট সংক্রমণের হাফ শতাংশ। এর আগে  সর্বাধিক করোনা সংক্রমণ রেকর্ড করা হয়েছিল মহারাষ্ট্রে। তাই ইতিমধ্যে কেরল, মহারাষ্ট্র-সহ ১০টি রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র।

এখন দেশে দৈনিক সংক্রমণ ৪০ হাজারের বেশি । বর্তমানে  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ১৩৪ জন।   সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৪ লাখ ১৩ হাজার ৭১৮ জন।

এ দিকে, আবার আজ থেকে পঞ্জাবে শুরু হয়েছে স্কুল।  কোভিড বিধি মেনে ক্লাস করানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments