Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeপশ্চিমবঙ্গভারতীয় গ্রামীণ ডাকবিভাগে নিয়োগ:-

ভারতীয় গ্রামীণ ডাকবিভাগে নিয়োগ:-

রাজ‍্যে গ্রামীণ ডাক সেবক নিয়োগের আবদেন প্রক্রিয়া  শুরু হয়েছে ২০ জুলাই থেকে চলবে  ১৯ আগস্ট পর্যন্ত। ইচ্ছুক পার্থীদের ১৯ আগস্ট এর মধ‍্যে আবেদন করতে হবে।

চাকরিপ্রার্থীরা অনলাইনে https://indiapost.gov.in অথবা https://appost.in/gdsonline-এ আবেদন করতে পারবেন।

ভারতীয় ডাক বিভাগ গ্রামীণ ডাক সেবকের মোট তিনটি বিভাগে ২৩৫৭টি পদে নিয়োগ করবে । জানা গিয়েছে, ব্রাঞ্চ পোস্ট মাস্টার (BPM), অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার (ABPM) ও ডাক সেবক পদে নিয়োগ করা হবে।

আবেদনকারীদের ১৮-৪০ বছর হতে হবে।  কোনোরকম লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ হবেনা। মাধ্যমিকের নম্বরের বিচারে চাকরি হবে।

শিক্ষাগত যোগ‍্যতা:-

মাধ্যমিক পাস কিংবা অন্য কোনও বোর্ড থেকে সমতুল পরীক্ষায় পাস হতে হবে। অঙ্ক, স্থানীয় ভাষা ও ইংরাজিতে পাশ নম্বর থাকতেই হবে।সাইকেল চালাতে জানতে হবে।

ব্রাঞ্চ পোস্টমাস্টার:-
প্রতিদিন  4 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 12,000 টাকা এবং দৈনিক 5 ঘন্টা কাজের জন্য মাসিক বেতন 14,500 টাকা।

অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক পদে বেতন দেওয়া ১০,০০০-১২,০০০ টাকা ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments