Thursday, April 18, 2024
spot_img
spot_img
Homeখবরবোরো চাষের হিরিক পড়েছে ইলামবাজার ব্লকে।

বোরো চাষের হিরিক পড়েছে ইলামবাজার ব্লকে।

বোরো চাষের হিরিক পড়েছে বীরভূম জেলার ইলামবাজার ব্লকে। ধান চাষের জন্য বীরভূমের নাম অনন্য। অন্নদাতারা অন্যের জন্য অন্ন খোঁজে বেড়ান বিভিন্ন চাষের মাধ্যমে। তেমনি হল ধান চাষ। বীরভূম জেলার ইলামবাজার ব্লকের বিভিন্ন এলাকায় বোরো ধান চাষের হিড়িক পড়েছে।

গভীর নলকূপ-অগভীর নলকূপ সাবমারসিবল কেনেল এছাড়াও বিভিন্ন নদী থেকে মটর বা পাম্পের মাধ্যমে জল তুলে চলছে বড় চাষ। আপাতত চাষিরা ধান পোতা শুরু করে দিয়েছেন। চাষীদের দাবি অত্যাধিক রাসায়নিক সারের দাম থাকার সত্বেও চাষীরা ছাড়বে না ধান চাষ করতে। ইলামবাজার ব্লকের এ ডিও সাহেবের বিভিন্ন সহযোগিতার ফলে ব্লকের চাষিরা এখন চাঙ্গা। শোধন করা ওষুধ বীজ এমন কি সু পরামর্শ পেয়ে সুবিধা পাচ্ছেন অধিকাংশ কৃষক। এছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষক বন্ধু প্রকল্প কৃষি বীমা প্রকল্প ইত্যাদি ইত্যাদি কৃষকদের ভয় ভীতিকে দূর করেছে। তবে অধিকাংশ কৃষকের দাবি রাসায়নিক সারের দাম কিছুটা কমলে সুবিধা হতো আরো বেশি। শুনুন চাষীদের মুখ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments