Thursday, April 18, 2024
spot_img
spot_img
Homeখবরবেশ কিছু উন্নয়ন প্রকল্পেরউদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

বেশ কিছু উন্নয়ন প্রকল্পেরউদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু এবং পুদুচেরীতে বেশ কিছু উন্নয়ন প্রকল্পেরউদ্বোধন এবং ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

জনস্বার্থে বিজ্ঞাপন 

সকালে শ্রী মোদী, কারাইকাল জেলার ভিল্লুপুরম নাগাপাট্টিনমপ্রকল্পের NH-45/A’র ৫৬ কিলোমিটার রাস্তা চার লেন করার কাজের সূচনা করবেন। প্রকল্পের জন্যখরচ ধরা হয়েছে ২ হাজার ৪২৬ কোটি টাকা।

এরপর কারাইকাল নিউ ক্যাম্পাস ফেজ-১’এ মেডিকেল কলেজবিল্ডিং তৈরির ভিত্তি প্রস্তর স্থাপনকরবেন। প্রকল্পের জন্য ব্যয় হবে ৪৯১ কোটি টাকা। সাগর মালা প্রকল্পের অধীনেপুদুচেরিতে একটি মাইনর পোর্ট গড়ে তোলার কাজেরও তিনিসূচনা করবেন।

এতে মোট ব্যয় ধরা হয়েছে ৪৪কোটি টাকা। এছাড়াও তিনি পুদুচেরিতেইন্দিরা গান্ধী স্পোর্টস কমপ্লেক্সের সিন্থেটিক অ্যাথলেটিক ট্র্যাক-এর ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্র্যাজুয়েটমেডিক্যাল এডুকেশনে’র এক ব্লাড সেন্টার-এর উদ্বোধন করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments