Thursday, April 18, 2024
spot_img
spot_img
Homeখেলাবৃষ্টি মাথায় নিয়ে ইডেনে সৌরভ, ঝড়ে ভাঙল প্রেস বক্সে কাঁচ

বৃষ্টি মাথায় নিয়ে ইডেনে সৌরভ, ঝড়ে ভাঙল প্রেস বক্সে কাঁচ

পিসি নিউজ বাংলা : আর মাত্র ২ দিন পরই ইডেনে আইপিএল-এর কোয়ালিফায়ার ওয়ান ম্যাচ। আবহাওয়া দফতরের পূর্বাভাস পেয়ে ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা মাথায় রেখে আগে থেকেই ইডেনের মাঠ সম্পূর্ণ ঢেকে রেখেছিলেন সিএবি কর্তারা। কিন্তু তা সম্পূর্ণ রক্ষা করা গেল না। ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ইডেন।

শনিবারের কালবৈশাখিতে শহর ও শহরতলির জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ের প্রভাবে ইডেনে প্রেস বক্সের কাঁচ ভেঙে একাকার কাণ্ড। তবে উইকেটের কোনও ক্ষতি হয়নি। শনিবার ইডেনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন বিসিসিআই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। বৃষ্টি মাথায় নিয়েও ইডেনে আসেন তিনি। সন্ধে ৬টা নাগাদ ইডেনে আসেন সৌরভ। ঘুরে দেখেন প্রস্তুতি। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়ার সঙ্গে প্রস্তুতি নিয়ে কথা বলেন তিনি। সোমবার ফের ইডেন পরিদর্শনে আসবেন সৌরভ।

জানা যায়, ঝড়ের তাণ্ডবে ইডেনের ফিল্ড কভার উড়ে যায়। এদিকে, আইপিএলের ম্যাচের আগে ইডেনের প্রস্তুতিতে সিএবির কাজ অনেকটা হাড়িয়ে দিল এদিনের কালবৈশাখি। বাংলার ক্রিকেট সংস্থার প্রধান অভিষেক ডালমিয়া বললেন, ‘‘ম্যাচ হতে এখনও দু’দিন বাকি আছে। এই ঝড়ের কারণে ম্যাচে কোনও প্রভাব পড়ার কথা নয়।’’

উল্লেখ্য, মঙ্গল এবং বুধবার প্লে অফের দুটো ম্যাচ ইডেনে। তার আগে হাতে দু’দিন সময় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments