Friday, April 26, 2024
spot_img
spot_img
Homeকলকাতাবুধবার রাত থেকে টানা বৃষ্টিতে কার্যত বানভাসি শহর কলকাতা, ডুবে গেল বাস:-

বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে কার্যত বানভাসি শহর কলকাতা, ডুবে গেল বাস:-

গতকালের ভারী বৃষ্টির জন্য কলকাতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়। একাধিক এলাকাতাতেও জল জমেছে। উত্তর কলকাতার অবস্থা একেবারে খারাপ। যেন মনে হবে উত্তর কলকাতায় রাস্তা বলে কিছু কোনোদিন ছিল না। শুধু জল আর জল। লেকটাউন থেকে শ্যামবাজার যাওয়ার পথে, পাতিপুকুর আন্ডারপাসে আটকে পড়ে 47B রুটের বাস। যাত্রীরা কোনওমতে বাস থেকে নেমে বুক-সমান জল ঠেলে রাস্তায় উঠে পড়েন।

অবিরাম বৃষ্টিতে জলমগ্ন একাধিক এলাকা। এখনও ঠনঠনিয়া, মুক্তারাম স্ট্রিট, মানিকতলা, খিদিরপুর রবীন্দ্র সদনের কাছে এক্সাইড মোড়, পার্ক স্ট্রিট, ধর্মতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ সহ একাধিক এলাকা জলমগ্ন। জলমগ্ন প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোড। জলমগ্ন লেক গার্ডেন্স মোড় থেকে গলফ গ্রিন পর্যন্ত।

এছাড়াও টানা বৃষ্টির জেরে ব্যাহত ট্রেন চলাচল। পিছিয়ে গেছে অনেক ট্রেনের সময়ও। ১২টি দূরপাল্লার ট্রেন বাতিল করেছে দক্ষিণ পূর্ব রেল। রেলের তরফ থেকে বলা হয়েছে, শুক্রবার ০২৩০৩ পূর্বা এক্সপ্রেস, ০২৩৫৩ লাল কুয়াঁ এক্সপ্রেস, ০৩০০১ হুল এক্সপ্রেস এবং ০৩০১৫ হাওড়া-ভাগলপুর এক্সপ্রেস বাতিল থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments