Thursday, March 28, 2024
spot_img
spot_img
Homeখেলাবিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপের জন্য কেমন দল গড়ল গ্রুপ-২...

বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। বিশ্বকাপের জন্য কেমন দল গড়ল গ্রুপ-২ ?

ক্রিকেট ছাড়া দিন কাটানো মুশকিল হয়েছিল ক্রিকেটপ্রেমীদের। এমন পরিস্থিতিতে টি-২০ বিশ্বকাপ যেন ঠাণ্ডা হাওয়া বয়ে আনছে। আবার সেই ক্রিকেট নিয়ে উত্তেজনা। উত্সবের মরশুম শুরু হল বলে। তার মধ্যে ক্রিকেটের উত্সবও চলবে। ক্রীড়াপ্রেমীদের এখন পোয়া বারো।

বিশ্বকাপের বাকি আর মাত্র এক মাস। মাঝে আইপিএলের উত্তেজনা রয়েছে বটে। তবে তার মাঝেই বিশ্বকাপ নিয়েও ভরপুর উত্তাপ ছড়াচ্ছে। এক বছর পিছিয়েছে টি-২০ বিশ্বকাপ। করোনার জন্য লন্ডভন্ড হয়েছে ক্রিকেট সূচি। আইসিসি তো বটেই, প্রতিটি দেশের ক্রিকেট বোর্ড আর্থিক ক্ষতির সম্মুখীন।

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভ রাউন্ডের গ্রুপ-২-তে রয়েছে ভারত।পাকিস্তান, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দু’টি যোগ্যতা অর্জনকারী দল থাকবে এই গ্রুপে। ২৪ অক্টেবর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে নামবে ভারতীয় দল। সুপার টুয়েলভে ভারতের সঙ্গে একই গ্রুপে কোন দুটি দল থাকবে তা এখন বলা সম্ভব নয়। তবে ভারত ও বাকি তিনটি দলের দিকে একবার চোখ বুলিয়ে নেওয়া যেতেই পারে।

টিম ইন্ডিয়ার টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: বিরাট কোহলি (ক্যাপ্টেন), রোহিত শর্মা, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেটকিপার), ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রাহুল চাহার, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, ভুবনেশ্বর কুমার।

নিউজিল্যান্ডের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড: কেন উইলিয়ামসন (ক্যাপ্টেন), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লোকি ফার্গুসন, মার্টিন গাপ্তিল, কাইল জেমিসন, ডারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলপস, মিচেল স্যান্টনার, টিম সেফার্থ (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি।

স্ট্যান্ড-বাই: অ্যাডাম মিলিন।

পাকিস্তানের টি-২০ বিশ্বকাপের স্কোয়াড:
বাবর আজম (ক্যাপ্টেন), শাদব খান, আসিফ আলি, আজম খান (উইকেটকিপার), হ্যারিস রউফ, হাসান আলি, ইমদ ওয়াসিম, খুশদিল শাহ, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ নওয়াজ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মহম্মদ ওয়াসিম, শাহিন আফ্রিদি ও শোয়েব মাকসুদ।

স্ট্যান্ড-বাই: ফকর জামান, উসমান কাদির ও শাহনওয়াজ দাহানি।

আফগানিস্তানের টি-২০ বিশ্বকাপ স্কোয়াড:
রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মহম্মদ নবি (ক্যাপ্টেন), নাজিবুল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শাহিদি, মহম্মদ শেহজাদ (উইকেটকিপার), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নায়েব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কায়িস আহমেদ।

স্ট্যান্ড-বাই: আফসর জাজাই, ফরিদ আহমেদ মালিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments