Friday, April 19, 2024
spot_img
spot_img
Homeকলমে"বাড়ছে মরুভূমি" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“বাড়ছে মরুভূমি” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

1) – : বাড়ছে মরুভূমি : –
কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।
ঠিকানা:- জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া।

অবুঝ সে এক সবুজ শিশু
পথের ধারে বাড়ে।
হঠাৎ সেদিন ছাগল এসে
পুরোই খেল মুড়ে।

মরো মরো বাছা আমার
কষ্ঠে কাটে বেজায়।
বর্ষাকালের শুরুর দিকে
নতুন পাতা গজায়।

বৃষ্টি পেয়ে তরতরিয়ে
উর্ধ্বৈ তোলে মাথা।
বছর ঘুরে পথিক জনের
গ্রীষ্মকালের ছাতা।

ক্লান্ত পথিক জিরোয় বসে
বালক করে খেলা।
খেলনাবালা হাঁকলে হোথা
বসে যেত মেলা।

সবুজ শিশু জোয়ান এখন
কত লোকের ভরসা।
বিদেশ থেকে ফিরেই বাবু
পরকাল যে ফরসা !

সে গাছ কেটে বাবুর নাতি
শবকে করেন দাহ।
রাস্তাটা বেশ চওড়া হল
বুদ্ধি নাতির বাহ্ !

গাছের টাকায় শ্রাদ্ধ বাবুর
পাড়ার লোকে খুশি।
সিমেন্ট বাঁধাই রাস্তা নতুন
পাওনা পাশাপাশি।

এমনি করে সবুজ কমে
বাড়ছে মরুভুমি।
ধন্য বটে মানব জাতি
এবার তবে থামি।

2) — : মাথা খেলো : —

চারটে ভাষার বিশটা গ্রুপে
মাথা খেলো হোয়াটসঅ্যাপে।
একশো করে মেসেজ আসে
ভিডিও তার আসেপাশে।

যেই করেছি নেট কানেকশান
জ্বালায় খুব নোটিফিকেশান।
খেলো বুঝি কাজের মাথা
বুঝবে কে গো মনের ব্যাথা ?

এসব ছেড়ে বাঁচবে সুখে ?
দুনিয়া যে চলছে নখে !
ছাড়তে হলে বনে চলো
তা নাহলে হরি বলো !

কারোর সাথে যোগাযোগে
তথ্য পেতে আগেভাগে।
স্মার্ট ফোনেই আজ দিনের শুরু
ওটাই এখন নাটের গুরু।

ঘাড় গুঁজে রই প্রায় সারাদিন
ক্লান্ত হয়েও বিরতিহীন।
লেগে থাকে খিচিবিচি
জানি সবই মিছিমিছি।

চোখে বড়ো ধরে জ্বালা
কান দুটোও তো ঝালাপালা।
গ্রুপ থেকে যেই বেড়িয়ে যাই
কেউ না কেউ তো জয়েন করায়।

কেউ কি আছো বুদ্ধি দাতা
খোলো তোমার জ্ঞানের খাতা।
খাতা কোথায় সব পি ডি এফ
কোথায় গেলে হবো গো সেফ !

ঘর ছেড়ে আর যাবো কোথায়
খেলছে না তো বুদ্ধি মাথায়।
তার চে’ বরং কদিন থামি
হতেই হবে স্বর্গগামী !

3) — : পরিবর্তন চাই : —

বিরক্ত ধরে গেল দাদা
দুঃসংবাদ শুনে গাদা গাদা।
কী করে চলে বাবুয়ানা
জালিয়াতি আর প্রতারণা ?

মাদকের কারবার এই শহরে
বাড়ছে লম্বায় অতি বহরে।
চুরি ডাকাতি আর মস্তানি
দেখে শুনে লাগে পস্তানি।

ঘুষের কারবার চলছে রমরমা
আমাদের দেশ কিছুতেই নয় কমা।
সরকারি কর্মী ঠগায় মানুষ
ঘুষ খেগো চামড়া বড্ড বেহুঁশ !

ঠগে ঠগে গোবেচারা আজ
মেনে চলি ঠগিদেরই রাজ।
ঠগি বসে বড়ো পদে সব
লাভ পায় তাদেরই স্বজন বান্ধব।

শিক্ষার মান আজ কোথা নেমেছে
পরীক্ষা নেই, পাশ ফেল সব মিছে।
পড়ুয়ার ভবিষ্যৎ আজ নষ্ট
দেখে হায় লাগে মনে কষ্ট ।

মানুষের মানবতা লুপ্ত
জেগে থাকা জ্ঞানীরাও সুপ্ত।
ভালো আশা করি কীসে হায়
ভালো কিছু আমারও তো নাই।

করোনার বাড়াবাড়ি কমবে ?
বিধি ভেঙে লোক হেথা জমবে।
মানুষের এরকম ব্যবহার
ডেকে আনে যত হাহাকার।

আর দেরি সয় না শরীর বা মন
শিশুদের উদ্বেগ বাড়ছে কেমন।
পরিবর্তন চাই এই নিয়মের
নইলে হবে শেষ এই সমাজের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments