Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরবাঘের আক্রমণে ২৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

বাঘের আক্রমণে ২৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে।

গতবছর রাজ্যে সুন্দরবন এলাকায় বাঘের আক্রমণে ২৪ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। গত পাঁচ বছরের মধ্যে যা সর্বোচ্চ বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।

 

দীর্ঘ লকডাউন এবং আম্ফান ঘূর্ণিঝড় এর জেরে সুন্দরবনের গ্রামীণ এলাকায় অর্থনীতি দুর্বল হয়ে যাওয়ায় নিজেদের বাঁচাতে বৈধ অনুমতি ছাড়া অনেক গ্রামবাসী গভীর জঙ্গলে কাঁকরা, মাছ ধরা, মধু সংগ্রহ বা কাঠ কাটতে গেলে তারা বাঘের মুখে পড়ে মারা গিয়েছেন বলে গ্রামবাসীরা জানিয়েছেন।

উল্লেখ্য ২০১৬ সালে ৬ জন, ২০১৭ সালে ১১ জন, ২০১৮ এবং ১৯ সালে ১৩ জন করে গ্রামবাসী সুন্দরবনে বাঘের আক্রমণে মারা গিয়েছিলেন। এদিকে, গতদিন সকালে দোবাকি-তে একসঙ্গে তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মিলেছে বলে, পর্যটকরা জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments