Thursday, April 25, 2024
spot_img
spot_img
Homeখবরবাংলার মুখ‍্যমন্ত্রীর পথে হেটেই পাঞ্জাব ও তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কটের...

বাংলার মুখ‍্যমন্ত্রীর পথে হেটেই পাঞ্জাব ও তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিলেন।

বাংলার মুখ‍্যমন্ত্রীর পথে হেটেই পাঞ্জাব ও তেলেঙ্গানার মুখ‍্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠক বয়কটের সিদ্ধান্ত নিলেন

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটে শনিবার নীতি আয়োগের বৈঠক বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। শুক্রবার দুই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর সচিবালয়কে চিঠি দিয়ে শনিবারের বৈঠকে যোগ না দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়েছে। সূত্রের খবর, বৈঠক বয়কটের পথে হাঁটছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-সহ বিরোধী শিবিরের আরও একাধিক মুখ্যমন্ত্রী।
নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে ২০ বিরোধী দল। ওই বয়কটের সিদ্ধান্তে যথেষ্টই ভড়কে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ বিজেপি নেতৃত্ব। বিরোধীদের লাগাতার আক্রমণ করে চলেছেন।

বিজেপির হয়ে আসরে নেমেছে গেরুয়া বান্ধব সংবাদমাধ্যমগুলিও। যদিও রাজনৈতিক সুবিধাবাদী হিসেবে পরিচিত প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়া, বসপা নেত্রী মায়াবতী, তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুরা।
নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট নিয়ে বিজেপির সঙ্গে বিরোধী শিবিরের রাজনৈতিক তরজা যখন তুঙ্গে পৌঁছেছে তখনই নীথি আয়োগের বৈঠক বয়কট নিয়ে নয়া কাজিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবার আগেই নীতি আয়োগের বৈঠক বয়কটের কথা জানিয়েছিলেন। তাঁর দেখানো পথে হেঁটে এদিন দুপুরে পর পর বৈঠকে যোগ না দেওয়ার কথা জানান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভাগবন্ত মান ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments