Friday, March 29, 2024
spot_img
spot_img
Homeখবরবর্তমানে স্টাটাপ সংস্থাগুলি ভবিষ্যতে বহুজাতিক সংস্থা হয়ে উঠতে পারে।

বর্তমানে স্টাটাপ সংস্থাগুলি ভবিষ্যতে বহুজাতিক সংস্থা হয়ে উঠতে পারে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমানে স্টাটাপ সংস্থাগুলি ভবিষ্যতে বহুজাতিক সংস্থা হয়ে উঠতে পারে। ওড়িশায় IIM সম্বলপুরে স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী বলেন, IIM গুলির সঠিক পরিচালনাই শুধু নয়, মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করে তোলা পরিচালন পর্ষদের উদ্দেশ্য হওয়া উচিত।

 

তিনি বলেন, উন্নয়নের দিক থেকে পিছিয়ে পড়া মানুষকেও বিকাশ যাত্রার অংশ করে তুলতে হবে। IIM- গুলির কাছে প্রতিভার বিরাট ভাণ্ডার রয়েছে। যা ভারতকে, ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে সহায়তা করবে।

ওড়িশার পর্যটনকে আরও জনপ্রিয় করে তুলতে IIM-এর পড়ুয়াদের জ্ঞান ও দক্ষতা কাজে আসবে বলে শ্রী মোদী আশাপ্রকাশ করেন। IIM সম্বলপুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রথম ডিজিটাল লার্নিং পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল। প্রধানমন্ত্রী এই সংস্থার ভূমিকার প্রশংসা করেন।

 

ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক অনুষ্ঠানে বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রী এই ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করায়, তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ২-শো একর জায়গার ওপর ৪-শো কোটি টাকা ব্যয়ে ২০২২ সালের এপ্রিল মাসের মধ্যে এই প্রকল্পটির কাজ শেষ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments