Friday, April 19, 2024
spot_img
spot_img
HomeUncategorizedফোন হ‍্যাক হয়ে যাওয়ার থেকে পরিত্রানের উপায় কী জানেন? জেনে নিন:-

ফোন হ‍্যাক হয়ে যাওয়ার থেকে পরিত্রানের উপায় কী জানেন? জেনে নিন:-

এখন চারিদিকে হ‍্যাকার ছড়িয়ে রয়েছে। কখন যে কোন মুহুর্তে হ‍্যাক হতে পারে আপনার ফোন। কিন্তু এর থেকে পরিত্রানের উপায় কি জানেন কি?

ফোনের গোপনীয়তা রক্ষা করার সহজ উপায় বালে দিলেন এক মার্কিন সাইবার বিশেষজ্ঞ। আমেরিকার সেনেট ইনটালিজেন্স কমিটির সদস্য আংগুস কিং জানিয়েছেন, হ্যাকারদের হাতের নাগাল এড়াতে হলে দু’টি সহজ নিয়ম মেনে চলতে হবে। ফলে বন্ধ হবে হ‍্যাকিং এর সম্ভাবনা।
বলা হচ্ছে, প্রতি সপ্তাহে একবার করে ফোন রিবুট করতে হবে। এর পাশাপাশি প্রতি সপ্তাহে একবার ফোন অফ এবং অন করতে হবে। কেউ যদি লাগাতার ফোন থেকে তথ্য চুরির চেষ্টা করে, ফোন অফ করে দেওয়ার ফলে সেই চেষ্টা ব্যর্থ হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments