Friday, April 26, 2024
spot_img
spot_img
HomeUncategorizedফেসবুকের তথ্য চুরির অভিযোগে ব‍্যান করে দেওয়া হল ৯ টি অ্যাপ! দেখে...

ফেসবুকের তথ্য চুরির অভিযোগে ব‍্যান করে দেওয়া হল ৯ টি অ্যাপ! দেখে নিন কোনগুলো:-

 

ফেসবুকের তথ্য চুরির অভিযোগে ব‍্যান করে দেওয়া হল একাধিক অ্যাপ এবং অ্যাপগুলির ডেভলপারদের। যাতে তারা আর কোনো অ্যাপ বাজারে আনতে পারবেনা। 

 

অ্যাপ্লিকেশনগুলিতে এমন সেটিংস ব্যবহার করা হয় যার মাধ্যমে ব্যবহারকারীর ফেসবুক লগ ইন তথ্য সহ বিভিন্ন সংবেদনশীল ডেটা চুরি করা হয়। একবার লিংকে ক্লিক করলেই পাসওয়ার্ড সহ যাবতীয় তথ‍্য ডেভেলপারদের কাছে চলে যায়।

 

যে যে অ্যাপ্লিকেশান গুলো বন্ধ করা হয়েছে দেখে নিন:-

 

পিপ ফটো (PIP Photo)

প্রসেসিং ফটো (Processing Photo)

 রাবিশ ক্লিনার (Rubbish Cleaner)

ইনওয়েল ফিটনেস (Inwell Fitness)

হরোস্কোপ ডেইলি (Horoscope Daily)

অ্যাপ লক কিপ (App Lock Keep)

লকিট মাস্টার (Lockit Master)

 হরোস্কোপ পিআই (Horoscope PI)

অ্যাপ লক ম্যানেজার (App Lock Manager)।

 

এগুলোর মধ‍্যে সব থেকে বেশি যে অ্যাপটা ডাউনলোড হয়েছে সেটি হল রাবিশ ক্লিনার, ইনওয়েল ফিটনেস এবং হরোস্কোপ ডেইলি। যাদের ফোনে এই অ্যাপ গুলি আছে মুছে ফেলুন তাড়াতাড়ি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments