Saturday, April 20, 2024
spot_img
spot_img
Homeকলমে"ফিরে আসুক" প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

“ফিরে আসুক” প্রত্যেকদিন কলমে, মেঘনাথ বাহাদুর থাপা।

– : ফিরে আসুক : —
মেঘনাথ বাহাদুর থাপা
জিতপুর মোড়, তেহট্ট, নদীয়া

ছেঁটে ছেঁটে করেছি সুখময়
বেপরোয়া যেমন এ প্রাণে চায়।
বাবা-মাকে রেখেছি বৃদ্ধাশ্রম।
ঝামেলাও হয়ে গেছে অনেক কম।

আধুনিক বাবু আমি ভদ্রলোক
সারা জগতের দুঃখে করি শোক।
শুধু দরিদ্র আত্মীয় স্বজন
ছোটোলোক বলে করেছি বর্জণ।

সামাজিক প্রথাগুলি খুব ডার্টি
বাছা বাছা লোক নিয়ে দিই পার্টি।
কেউ আর মানেনা সেকেলে আইন
যা খুশি খাও না লিকার ,ওয়াইন।

ওহ্ গড ! আমি ভগবান চিনিনা।
জাতিভেদ প্রথা ট্রথা মানিনা।
শুধু বিয়েটাতে অগ্নি সাক্ষি
এড়াতে সমালোচনার ঝক্কি।

ম্যাড়ম্যাড়ে সামাজিক প্রথা ছেড়ে
ছিলাম তো শহরে খাসা বেড়ে।
হঠাৎ ঘোড়ার ডিম কোভিড নাইনটিন
দুজনের একসাথে কোয়ারেন্টাইন !

বুড়িমাটা থাকলে ভালো হতো
নাতিটার কমবেশি যত্ন নিতো।
বৃদ্ধাশ্রম থেকে ছাড়বেনা ওরা
বাছাটার আজ হেন কপাল পোড়া !

চাকরের হাতে চোদ্দটা দিনে
বাছা মোর শুকিয়ে হয় মিনমিনে।
আমাদেরও রুচি নেই খাবারে
কাছে নেই আত্মীয় কেউ, আহারে !

হাই সোসাইটির মডার্ন সব বন্ধুরা
অনলাইনে দেখাবে চেহারা।
বিপদে পড়লেই সব হঠাৎ হাওয়া
মিটে গেছে মোর সব চাওয়া পাওয়া।

অসুখটা যাক সেরে পাকাপাকি
আর নয় বাবু সেজে থাকাথাকি।
বাবা-মাকে আনব একেবাড়ে
দেখি ওরা ছাড়ে কি না ছাড়ে।

ও বাবা ! আবার যে সেকেন্ড ওয়েভ
পাঁচজন একসাথে হব কি গায়েব ?
লক ডাউনে সুখে আছি পাঁচ জন
ফিরে আসুক সামাজিক সুশাসন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments